New to Nutbox?

( এসো নিজে করি ) আর্ট : সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট।

18 comments

fasoniya
74
6 days agoSteemit4 min read

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000045953.jpg

আজকে আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর্ট করতে এবং আর্ট পোস্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সবাই অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকে আমাদের কমিউনিটিতে। আমিও মাঝে মাঝে আপনাদের মাঝে আর্ট শেয়ার করে থাকি। তবে আজকে আমি একটা প্রাকৃতিক দৃশ্যের আর্ট আপনাদের মাঝে শেয়ার করব। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে। আমি নিজেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি পছন্দ করি আর কোথাও সুন্দর পরিবেশ দেখলে সেখানে দাঁড়িয়ে যাই সেই দৃশ্যটা সেই মুহূর্তটা উপভোগ করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে চেষ্টা করছি একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট শেয়ার করার জন্য। এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি গ্রামীন দৃশ্য ঘরবাড়ি গাছপালা নদী এসব কিছু। আসলে অনেকদিন ধরেই এরকম একটা আর্ট করার ইচ্ছে ছিল সেজন্য আজকে করে ফেললাম।

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট পেপার
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার

1000045974.jpg

ধাপ:-১

এই প্রাকৃতিক দৃশ্যটি আর্ট করার জন্য আমি আর্ট পেপারের মধ্যে প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি।

1000045408.jpg

1000045961.jpg

ধাপ:-২

এখন আমি আর্ট করব আকাশ। সেজন্য আমি হালকা নীল রঙ দিয়ে আর্ট এর উপরের অংশটা রং করে নিলাম।

1000045966.jpg

ধাপ:-৩

সূর্যাস্তের মুহূর্তে আকাশটা একটু লাল আর কমলা রং হয়ে উঠে। সেজন্য আমি আকাশের মধ্যে হলুদ কমলা রং দিয়ে রং করে নিলাম।

1000045428.jpg

1000045429.jpg

ধাপ:-৪

এরপর আমি হলুদ রং দিয়ে আকাশের মধ্যে একটা সূর্য আর্ট করলাম। তারপর আমি নদী আর্ট করে নিব সেজন্য হালকা নীল রং এবং নীল রং দিয়ে নদী আর্ট করে নিয়েছি। এরপর সাদা রং দিয়ে উপরে আর্ট করলাম।

1000045968.jpg

ধাপ:-৫

এরপর আমি আর্টের বাকি অংশটা সবুজ রং দিয়ে রং করে নিলাম।

1000045437.jpg

1000045438.jpg

ধাপ:-৬

এখন আমি ঘর গুলোর মধ্যে রং করব। একটি ঘরের মধ্যে আমি কফি কালারের রং নিয়ে আর্ট করে নিলাম।

1000045687.jpg

1000045688.jpg

ধাপ:-৭

এখন নিয়ে নিলাম লাল রঙের পোস্টার রং। বাকি দুটো ঘরের মধ্যে আমি লাল রং দিয়ে রং করে নিলাম।

1000045690.jpg

1000045691.jpg

ধাপ:-৮

এরপর আমি দুটো ঘরের মধ্যেই কিছু ছোট ছোট ডিজাইন যোগ করেছি। যেমন ঘরের ছালের উপরে গোলাপি এবং হলুদ রং দিয়ে কিছু ডিজাইন করলাম।

1000045969.jpg

ধাপ:-৯

এখন আমি ঘরের ভিতরের অংশ এবং ঘরের দরজা জানালা গুলোর মধ্যে আমার পছন্দমত রঙ দিয়ে আর্ট করে নিলাম।

1000045970.jpg

ধাপ:-১০

একটি ঘরের সামনে একটি রাস্তা আর্ট করেছি। রাস্তার মধ্যে আমি দুটো রঙের সমান নয় রং করে নিলাম।

1000045726.jpg

1000045729.jpg

ধাপ:-১১

এখন আমি একটি অংশে কালো রং দিয়ে গাছ আর্ট করেছি এবং গাছের ডালে পাতাগুলো কালো রং দিয়ে আর্ট করেছি।

1000045911.jpg

1000045912.jpg

ধাপ:-১২

এরপর আমি সবুজ ও হালকা সবুজ রং দিয়ে পাতার মধ্যে ডিজাইন করে নিলাম।

1000045971.jpg

1000045914.jpg

ধাপ:-১৩

বাকি একটি ঘরের রং সাইডে একটা বড় গাছ আর্ট করেছি। গাছের ডালপালা সব আমি কালো কফি এবং হলুদ রং দিয়ে ডিজাইন করেছি। গাছের পাতায় আমি লাল গোলাপি রং দিয়ে ডিজাইন করলাম।

1000045972.jpg

ধাপ:-১৪

সূর্যের নিচে এবং গাছের আশেপাশে আমি কালো রং দিয়ে কিছু ঘাস আর্ট করেছি।

1000045923.jpg

1000045927.jpg

ধাপ:-১৫

ঘাস গুলোর মধ্যে আমি সবুজ ও হালকা সবুজ রং দিয়ে ডিজাইন করে নিয়েছি।

1000045932.jpg

1000045933.jpg

ধাপ:-১৬

এরপর আমি ঘাসের মধ্যে কিছু ফুল আর্ট করে নেব। ফুল আর্ট করেছি আমি লাল, গোলাপি ও হলুদ রঙ দিয়ে।

1000045935.jpg

1000045937.jpg

শেষ ধাপ:-

আর এখানেই আমি আমার আজকের প্রাকৃতিক দৃশ্যের আর্ট সম্পন্ন করেছি। চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর করে একটা প্রাকৃতিক দৃশ্যের আর্ট শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট করা এই প্রাকৃতিক দৃশ্যটি ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

1000045952.jpg

1000045953.jpg

1000045954.jpg

1000045955.jpg

1000045956.jpg

1000045960.jpg

1000045959.jpg

1000045958.jpg

1000045957.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Comments

Sort byBest