দিনশেষে আপন বলতে কেবোল মা-বাবাই(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

farhantanvir -

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

থাকি তো মেসে।আর মেসে থাকার অভিজ্ঞতা আমার এবারই প্রথম।তো মেসে থাকতে গেলে একটা ছেলের কোন জিনিসটা কখন লাগে বা না লাগে তা প্রথম অবস্থায় বোঝা বোধয় মুশকিলই।
বাসা থেকে যেদিন প্রথম মেসে আসি,সেদিন বেশ অনেককিছুই এনেছিলাম যেগুলো লাগার মতো।তবুও দিন যাচ্ছে আর এটা সেটা লাগবে বলে মনে হচ্ছে।যেগুলো নিজে ম্যানেজ করে নিতে পারি সেগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই কিন্তু যেগুলো পারিনি সেগুলো বেশ অনেকদিন ধরেই লিস্টে ছিল।তোশকের উপর দেওয়ার জন্য নতুন চাদর,গায়ে দেওয়ার জন্য কাথা,পড়ার টেবিলের জন্য একটা র‍্যাক্সিন সহ আরো দুই একটা জিনিস লাগতো।

আমার খালাতো বোনের স্বামী মানে আমার দুলাভাই বগুড়া বিটাকে চাকরি করেন।প্রতিদিন সকাল ৮ টার ভেতর তিনি আমাদের ওখান থেকে বগুড়াতে আসেন।তো তার দ্বারাই আম্মু আমার জন্য চাদর,কাথা,র‍্যাক্সিন এগুলো পাঠিয়েছিল গতকাল।শুধু এগুলোই না,আমি ভালোবাসি বলে কাচা আম আর লিচুও পাঠিয়েছিল।

ভাইয়া,বগুড়ায় আসার পর আমায় ফোন করে তার অফিসে ডেকেছিল জিনিসগুলো নিয়ে আসার জন্য।দুপুরে গোসল-খাওয়া সেরে আমি ভাইয়ার অফিসে গিয়েছিলাম ওগুলো আনতে।

অফিস থেকে মেসে ঢুকতেই আমার আগে রুমমেটরই আমার ব্যাগ খোলা নিয়ে পারাপারি।ব্যাগ খুলেই লিচু আর আম বের করে নিয়ে খাওয়া শুরু করেছিল😂।ওকে ওগুলো দিয়ে আমি চাদরটা পেরেছিলাম।তো লম্বায় একটু ছোট হয়েছিল চাদরটা।তবে খুব একটা বোঝা যাচ্ছেনা।

আম একটা আর লিচু আমার কপালে জাস্ট তিনটে করে পরেছিল🙂।বাকিগুলো ওরা চারজন ভাগ করে নিয়েছিল।

ইদের ছুটি শেষে আসার সময় আমার ইয়ারফোন আর কয়টা লেকচার শিট ফেলে এসেছিলাম।আম্মু আমায় সেগুলো দিতেই ভুলে গেছে🤦‍♂️।যাইহোক,আপাতত এগুলো দিয়েই বেশ চলবে।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.17/05/22