কাগজ দিয়ে ব্যাঙ এর অরিগামি💚 (১০% shy-fox)

farhanatonni -

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে করোনা সনাক্তের হার বেড়ে যাওয়াতে স্কুল,কলেজ আবারও বন্ধ করে দিয়েছে। তাই ঘরের ভেতর একপ্রকার বন্দী জীবন কাটাতে হচ্ছে। মন খুবই খারাপ থাকে কারণ এদেশে করোনার কারণে অসুস্থতার হার এবং মিত্যুর হার দুটোই বেড়েছে। বন্দী জীবনে মোবাইলে বন্ধুদের সাথে কথা বলে সময় পার করতে হচ্ছে। জানিনা এই অবস্থা আর কতোদিন থাকবে! যাইহোক এই অবস্থাতে আপনাদের সবার সুস্থতা কামনা করছি। কারন আমার বাংলা ব্লগ একটি পরিবার। আর পরিবারের কেউ অসুস্থ হলে মন-মানুষিকতা এমনিতেই খারাপ হয়ে যায়। এই বন্দী অবস্থায় চেষ্টা করছি আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করে নিজের সময়কে কাজে লাগাতে।যাইহোক,আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাগজ দিয়ে ব্যাঙ এর অরিগামি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।

চলুন দেখে নি উপকরণ লিস্ট

১.রঙ্গিনকাগজ

২.স্কেল

বানানোর প্রসেস :-

এভাবে একটি A4 সাইজের কাগজকে ৩ কোণ করে নিয়ে ৮*৮ সাইজ করে নিতে হবে।💚

৮*৮ সাইজ করে কেটে নিয়েছি।💚

এরপর এভাবে উপরের দিকে ২ সাইড থেকে ২ টি ভাজ করে নিতে হবে।

এরপর মাঝখানে আরও একটি ভাজ দিতে হবে।

এরপর ২ পাশ ধরে এভাবে ভাজ করে নিতে হবে।

নিচের পাশে একই ভাবে ভাজ দিয়ে চার কোণ করে নিতে হবে।

এবার পা বানানোর পালা। এভাবে ভাজ করে এনে পা বানাতে হবে।

চার পাশেই এভাবে করে ভাজ করে নিতে হবে।

এবার এটাকে উল্টো করে দিতে হবে।

এভাবে একএক সাইড করে ২ সাইডই ভাজ করে নিতে হবে।

পেছনের দিক এভাবে ভাজ করে নিতে হবে।

এবার উল্টো করে মাঝের দিক ভাজ করে দিতে হবে।

এইতো আমার ব্যাঙ এর অরিগামি💚 বানানো কম্পিলিট।

ভাবছি এই উভচর প্রাণীটিকে পানিতে ছেড়ে আসবো কিনা। আমার বানানো এই ব্যাঙটি কিন্তু লাফাতেও পারে। 😃যেহেতু ভিডিও শেয়ার করতে পারলাম না তাই দেখাতেও পারলাম না। 😉

আশা করছি আমার প্রজেক্টটি আপনাদের সবার ভালো লাগবে। ❤️ভালো লাগলে আমার ব্লগে আমার পাশে থাকবেন। আমাকে অবশ্যই জানাবেন আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমপ্লিমেন্ট আমাকে আমার কাজের প্রতি অনেক উৎসাহিত করে।
ধন্যবাদ

@farhanatonni