গান কভার:) চুমকি চলেছে একা পথে। || Just feel my voice 🎧

emranhasan -
গান কভার :)
চুমকি চলেছে একা পথে

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমি জানি সবাই গরমে বেশ কষ্টে রয়েছেন, কি আর করা প্রকৃতির এই বিরুপ আচরণ সহ্য করতেই হবে। তবে বলতে চাই সামনে হয়তো তাপমাত্রা আরো বাড়বে তাই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে।
যাইহোক গত কিছুদিন আগে কিছুটা সময় বাসায় একা ছিলাম, আর সেই সময়টাতে অনেকটা দুষ্টুমির ছলে গানটি রেকর্ড করেছিলাম 😄 জানিনা কেমন লাগবে আপনাদের। একটা সময় বন্ধুদের নিয়ে প্রচুর আনন্দ করেছি, তখনকার সময় মাঝে মাঝেই গান করতাম। যাইহোক আশাকরি আমার আজকের গান কভার আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি।

গানের বিবরণ
গান:চুমকি চলেছে একা পথে
কথা:দেওয়ান নজরুল
সুর ও সংগীত:আলম খান
কণ্ঠ:খুরশীদ আলম
মুভিদোস্ত দুশমন

গানের লিরিক্স

চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে
আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে

মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো, লাগে ভালো
মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো, লাগে ভালো
আমাকে সাথে নিয়ে চলো না
মিষ্টি করে তুমি বলো না
তোমাকে যে আমি ভালোবাসি

চুমকি চলেছে একা পথে
আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে

ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো
ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো
একা একা এই পথে চলো না
আর কারও নজরে পড়ো না
তাহলে যে মরে যাবো আমি

চুমকি চলেছে একা পথে
আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে

গান কভার ভিডিও

Loading iframe

নিজস্ব অনুভূতি

আসলে বেশ দুষ্টুমির ছলে গানটি গেয়ে শোনালাম 😄 কেমন লাগলো আমার গান কভার, আশাকরি জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।



ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile