আমার কিছু সেরা ডাই প্রজেক্টের সংগ্রহশালা -০১ || সৃজনশীলতাই শক্তি ✨

emranhasan -

সৃজনশীলতাই শক্তি ✨


কিছু সেরা ডাই প্রজেক্টের সংগ্রহশালা

🍄 সুত্রপাত 🍄

প্রিয় আমার #amarbanglablog পরিবার 🤗 আশাকরি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে আমার কিছু সেরা ডাই প্রজেক্ট সংগ্রহশালা নিয়ে। আমি আজকে যে ডাই প্রজেক্টগুলো রিভিউ আকারে প্রকাশ করতে যাচ্ছি তার একটি আমাদের সম্প্রদায় কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছিল এবং অন্যান্য পোস্টগুলো সবাই বেশ ভালো বলেছিলেন। আসলে একটি সময় প্রতি মাসে একটি নির্দিষ্ট সপ্তাহে ডাই প্রজেক্ট সপ্তাহ চালু ছিল। যা আমাদের প্রবল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। যদিও এখন সেটি চালু নেই তবে আমি মাঝে মাঝেই ডাই প্রজেক্ট করতে ভালোবাসি। আমার এই পোস্টটি হয়তো নতুন অনেকের জন্য উপকারে আসতে পারে কারণ প্রতিটি পোস্ট সুন্দর গোছানো রয়েছে। পোস্টগুলো দেখলে হয়তো তাদের ডাই পোস্ট লিখতে সুবিধা হতে পারে। আমার জন্য আমার ডাই প্রজেক্টগুলো একসাথে সংগ্রহশালা হিসেবে রইলো, এটা একটি ভালো দিক। তো চলুন শুরু করি।

" ডাই প্রজেক্টের সংগ্রহশালা "


পোস্ট লিংক 👇

এসো নিজে করি:- টিনটিন সোনার জন্মদিনের কার্ড || 🍰 শুভ জন্মদিন টিনটিন সোনা 🍰

এটি একটি জন্মদিনের গিফট কার্ড, যা আমি আমাদের @rme দাদার ছেলে টিনটিন সোনার জন্মদিনের উপহার স্বরুপ তৈরি করেছিলাম। মূলত এটি কাগজ দিয়ে তৈরি চমৎকার একটি গিফট কার্ড। আমরা সবাই মিলে দিনটি খুব চমৎকার আয়োজনের মাধ্যমে উদযাপন করেছিলাম।

পোস্ট লিংক 👇

DIY Projects:- নারিকেলের মালা দিয়ে পাখি এবং ওয়ালমেট তৈরি

এই ডাই প্রজেক্টটি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল। মূলত এটি নারিকেলের মালা দিয়ে তৈরি পাখির মডেল। আমার এখনো মনে আছে এটি তৈরি করতে আমার দীর্ঘ সময় লেগেছিল কিন্তু কাজটি শেষ করার পর নিজের কাছেও বেশ ভালো লেগেছিল। আর প্রতিযোগীতায় যখন আমার নাম প্রথম স্থানে ডাকা হলো সত্যিই অসাধারণ একটি অনুভূতি ছিল। আপনারা চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।

পোস্ট লিংক 👇

DIY PROJECT :-) এসো নিজে করি ছোট্ট সোফা অরিগামি

এই ডাই প্রজেক্টটি আমার ভীষণ প্রিয় কারন এখানে আমাদের প্রিয় লাজুক খ্যাঁকের অরিগামী তৈরি করেছিলাম। আর সত্যিই লাজুক খ্যাঁক আমাদের আবেগ অনুভূতির কেন্দ্র বিন্দু। এখানে চমৎকারভাবে কাগজের সাহায্যে অরিগামীটি তৈরি করা হয়েছে।

পোস্ট লিংক 👇

DIY PROJECT :-) এসো নিজে করি ছোট্ট সোফা অরিগামি

কাগজের তৈরি চমৎকার সোফা অরিগামী। সোফাটি দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। এটা তৈরি করার পর আমার মেয়ে ঈলমা অনেক খুশি হয়েছিল। আসলে কাগজের তৈরি অরিগামী গুলো দেখতে সত্যিই খুব ভালো দেখায়।

পোস্ট লিংক 👇

DIY Project :-) কাগজের মগ পরিবার 👨‍👩‍👧 || আসুন নিজে তৈরি করি

এটি কাগজের তৈরি মগ পরিবার। এই ডাই প্রজেক্ট তৈরি করতে গিয়ে আমি নিজেও বেশ আনন্দ পেয়েছিলাম। এখানে মগ পরিবারের পিতা-মাতা এবং তাদের ছোট্ট একটি সন্তান রয়েছে। দেখে আসতে পারেন আমার চমৎকার এই পোস্টটি।

🪴 পরিশেষে 🪴


পরিশেষে বলতে চাই ডাই প্রজেক্টগুলো করতে আমার সবসময়ই ভালো লাগে। আসলে কোন কাজ আনন্দ নিয়ে করলে সেটা ভালো হতে বাধ্য। তাই নতুনদের উদ্দেশ্যে পরামর্শ হলো যাই করুন আনন্দ নিয়ে করুন দেখবেন সবকিছু সুন্দর হয়ে উঠবে। আর পুরোনো যারা রয়েছেন তাদের বলতে চাই দিন সবসময়ই সমান যায়না, একদিন সুদিন আসবেই। লেগে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌