New to Nutbox?

সুযোগের সৎ ব‍্যবহার।

13 comments

emon42
72
2 years agoSteemit4 min read


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ৩ রা মার্চ,২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



IMG-20230220-WA0003.jpg



সুযোগের সৎ ব‍্যবহার সবাই করতে পারে না। আর যারা করতে পারে তারা বেশ বুদ্ধিমান বলতেই হয়। তবে অধিকাংশ মানুষই সুযোগ টা কাজে লাগাতে পারে না। ইদানিং সময়ে আমাদের মাঝে ট্রিট শব্দটা বেশ পরিচিত। সাধারণত বন্ধুদের মাঝে এটা বেশি পরিচিত। সাধারণত কোনো বন্ধুর ভালো কিছু হলে সে অন‍্য বন্ধুদের ট্রিট দিয়ে থাকে মানে খাইয়ে থাকে। তো আমি আমার বন্ধু নাভিদের কাছে একটা ট্রিট পেতাম। কারণ নাভিদ নতুন টিউশন ব‍্যাচ শুরু করেছে। ব‍্যাচে বেশ অনেকেই পড়ে। এবং নাভিদ ওর ছাএদের সফলভাবে সেমিষ্টারের কোর্স শেষ করিয়ে দেয়। তো আমি বললাম নাভিদ ট্রিট দিবি না। জবাবে ও বলে ঠিক আছে সময় হলে দিয়ে দিব। এই তো গত সপ্তাহের কথা। হঠাৎ দেখি আমার বন্ধু নাভিদ আমাকে কুষ্টিয়া ফুডিস এর একটা পোস্টে মেনশন দিয়েছে। গিয়ে দেখি সি ফুড জোন এর একটা প্লেটার অফার চলছে মাএ ৯৯ টাকায়। নাভিদ বলল যাবি চল ট্রাই করি। আমি বললাম ঠিক আছে চল। নাভিদ বলল ঠিক আছে তোরা তো আমার কাছে একটা ট্রিট পাবি চল দিয়ে দেব। ছেলেটা সুযোগের সৎ ব‍্যবহার করল অফারের প্লেটার দিয়ে হি হি।


IMG_20230220_141834.jpg

IMG_20230220_141831.jpg

IMG_20230220_133819.jpg

IMG_20230220_133756.jpg


সেদিন ছিল সোমবার। আমাদের পরীক্ষা ছিল। আগে থেকে আমাদের প্ল‍্যান ছিল পরীক্ষা শেষ করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। পরীক্ষা শেষ করে আমি আমার বন্ধু নাভিদ, রাব্বি,তুহিন, ইকরা এবং ওর গার্লফ্রেন্ড চলে যায় সি ফুড জোন রেস্টুরেন্টে। এটা কুষ্টিয়া বজলুর মোড়ে দারাজ রিসিভ পয়েন্টের সামনে। আমাদের কলেজ থেকে কাছেই। যাইহোক আমরা গিয়েই দেখি একটা টেবিলও খালি নেই। কারণ ভেতরে জায়গা টা ছোট এবং মোটে চারটা টেবিল দেওয়া। এবং অন‍্যরা সবাই অফার টাই খেতে এসেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টেবিল পেলাম সেখানে বসলাম। বেশ কিছুক্ষণ বসে বসে মেন‍্যু কার্ডটা আমি উল্টে পাল্টে দেখলাম। এরপর আমার বন্ধু নাভিদ ওদেরকে অফারের পোস্ট টা দেখিয়ে ছয়টা প্লেটার অর্ডার দেয়। জবাবে ওরা জানিয়ে দেয় এটা একটু দেরী হবে সেজন্য বসতে হবে।।


IMG_20230220_135449.jpg

IMG_20230220_135441.jpg

IMG_20230220_135433.jpg


যাইহোক আমরা বসে রইলাম। কিন্তু আমার বেশ তৃষ্ণা পেয়েছিল। সেজন্য আমি একটা মাউন্টেন ডিউ অর্ডার দেয়। দিয়ে আমি তো বেশ অবাক হয়ে যায়। কারণ শীতের আগে শেষ যেবার ডিউ খেয়েছিলাম সেবার ২৫০ মি.লি এর দাম ছিল মাএ ১৫ টাকা। অথচ সেদিন দেখি সেটার দাম হয়ে গিয়েছে ২৫ টাকা। যাইহোক বসে রইলাম আমরা। এরই মাঝে আমরা কয়েকটা সেলফি তুলি। মোটামুটি ৩০ মিনিট পর আমাদের খাবার দেওয়া হয়। আমার অন্য ফ্রেন্ড রা খাওয়া শুরু করলেও আমি একটু পরে খাওয়া শুরু করি। প্লেটার মেন‍্যুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ফিস ফ্রাই, চিকেন ভুনা ২ পিস, সবজি, শসা এটুকুই। তবে অফারের বাইরে আমরা যে যার খুশি মতো সফট ড্রিংকস অর্ডার করি। অফার হিসেবে ফ্রাইড রাইসের পরিমাণ টা ভালো ছিল।


IMG-20230220-WA0000.jpg

IMG-20230220-WA0004.jpg

IMG-20230220-WA0002.jpg


খাবার মান খারাপ ছিল আমি সেটা বলব না। সবকিছু ঠিক ছিল। খাবার বেশ সুস্বাদু ছিল। অফার হিসেবে খাবারে কোনো সমস্যা আমার চোখে পড়েনি। ৯৯ টাকায় এই বাজারে এর থেকে ভালো খাবার পাওয়া সম্ভব না। তাদের ব‍্যবহার টাও ভালো ছিল। তবে তাদের সার্ভিস টাইম অনেক বেশি। অতটা সময় সবার নেই যে অপেক্ষা করবে। এবং রেস্টুরেন্টের ভেতরের জায়গাটা একেবারে কম। তবে সবমিলিয়ে দারুণ ছিল। পরে কুষ্টিয়া ফুডিস গ্রুপে এই অফার টা সম্পর্কে অনেক পোস্ট দেখি। এটা বেশ হাইফ তুলেছিল। এ যাবৎ কালের সবচাইতে ভালো অফার ছিল এটা। সময় টা আমরা দারুণ কাটিয়েছিলাম। অল্পের উপর হলেও নাভিদ আমাদের ট্রিট দিয়েছে এতে আমরা বেশ খুশি। তবে অন‍্যদের থেকে আমি একটু বেশি পেয়েছিলাম। অন‍্যরা একটা সফট ড্রিংকস নিলেও আমি তিনটা নিয়েছিলাম হি হি। অফার টা এখন আর নেই। ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেছে। সবাই অসংখ্য ধন্যবাদ।।



-------------
ভিডিও ধারক@emon42
ডিভাইসVIVO Y91C
সময়ফেব্রুয়ারি ,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



DSC_0363.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Comments

Sort byBest