এল ক্ল‍্যাসিকো!!

emon42 -

আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ২২ ই এপ্রিল , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


TSN sports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।


এটা ছিল এই মৌসুমের শেষ এল ক্ল‍্যাসিকো। আর গতকালের ম‍্যাচে সবকিছুই ছিল। তবে ম‍্যাচ শেষে জয় আমাদের। ম‍্যাচের রিভিউ দেওয়ার আগে আমি দুইটা কথা দিয়ে শুরু করব। রিয়াল ম‍াদ্রিদের খেলা দেখার আগে এই কথাটা সবসময় মনে রাখবেন "90 Minutes is very long time in Bernabu". অর্থাৎ ব‍্যার্নাব‍্যুতে ৯০ মিনিট অনেক বড় একটা সময়। এবং দ্বিতীয় টা হলো Never score first against Madrid " অর্থাৎ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আপনি কখনোই আগে গোল করবেন না। আর গতকাল বার্সেলোনা সেটাই করেছিল। বার্সার থেকে ৮ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের টপে ছিল রিয়াল মাদ্রিদ। গতকাল বার্সেলোনার সামনে সুযোগ ছিল ম‍্যাচ জিতে পয়েন্ট ব‍‍্যবধান টা কমিয়ে আনার। গতকাল রিয়াল মাদ্রিদ বস কার্লো তার দলকে মাঠে নামায় ৪-১-২-১-২ ফর্মেশনে। অন‍্যদিকে বার্সেলোনার ফর্মেশন ছিল ৪-৩-৩।



ম‍্যাচের শুরু থেকে দুই দলই আধিপত্য বিস্তার এর চেষ্টা করতে থাকে। তবে সেটা বার্সেলোনায় আগে করে ফেলে। ম‍্যাচের ৬ মিনিটে রাফিনফা এর তোলা কর্ণার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় ক্রিস্টেনসেন। বার্সেলোনা ম‍্যাচে ০-১ গোলে এগিয়ে যায়। যদিও রিয়াল মাদ্রিদের সেটা শোধ করতে বেশি সময় লাগেনি। ম‍্যাচের ১৮ মিনিটে ডি বক্সের মধ্যে বেশ কয়েকজন কে ড্রিবলিং করে বল নিয়ে এগিয়ে যায় লুকাস ভাজকেজ। ঐ মূহুর্তে তাকে ফাউল করা হলে রেফারি পেনাল্টি দিয়ে দেয়। এবং পেনাল্টি থেকে সফল স্পট কিক নিয়ে গোল করে ম‍্যাচে সমতা ফিরিয়ে আনে ভিনিসিয়াস জুনিয়র। এরপর যথারীতি খেলা চলতে থাকে। গতকাল বার্সেলোনার কিশোর লামিন ইয়ামাল যা খেলছে এককথায় অসাধারণ।



প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ভালভার্দের সাথে সরাসরি চার্জে যায় বার্সার খেলোয়ার ডি ইয়ং। এবং দূর্ভাগ‍‍্যজনকভাবে সে ভয়াবহ ইঞ্জুরিতে পড়ে এবং তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। কিছু ঝামেলা টা হয় বার্সার করা একটা গোল থেকে। মূলত ঐটা একেবারে গোললাইন থেকে ফিরিয়ে দেয় লুনিন। কিন্তু লা লীগায় গোল লাইন টেকনোলজি না থাকায় সেটা সঠিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে ভিএআর এ দেখে শেষমেশ সেটা গল দেওয়া হয়নি। ম‍্যাচের তখন ৬৯ মিনিট। লামিন ইয়ামাল এর বাড়িয়ে দেওয়া বল প্রথমে লুনিন ঠেকিয়ে দিলেও পরে লোপেজ এর শর্ট এর আটকাতে পারেনি। ফলে ১-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু তার পরের মূহূর্তেই ৭৩ মিনিটে বাম পাশ দিয়ে অসাধারণ একটা রান এবং তারপর দারুণ একটা বল বাড়িয়ে দেয় ভিনিসিয়াস জুনিয়র। সেটা থেকে স্কোর করে রিয়াল মাদ্রিদ কে আবার সমতায় নিয়ে আসে লুকাস ভাসকেজ।



এরপর গোলকিপার কে আবার 1v1 পজিশনে পেয়ে যায় ভিনিসিয়াস। কিন্তু শর্ট করলে বার্সা গোলকিপার স্ট্রেগেন সেটা সেভ করে দেয়। ম‍্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে তখন। নিজেদের হাফ থেকে বল নিয়ে দৌড় শুরু করে দিয়াজ। এরপর বলটা দেয় লুকাস ভাসকেজ কে। লুকাস ভাসকেজ অসাধারণ একটা মাইনাস করে সুযোগ পেয়েও বার্সা ডিফেন্ডার দের বোকা বানাতে বলটা ছেড়ে দেয় হোসেলু। এবং বলটা একেবারে ফাঁকায় পেয়ে যায় জুড বেলিংহাম। সেখান থেকে অসাধারণ একটা শর্ট নেয় সে। এবং গোল। ম‍্যাচের ৯১ তম মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে জয়সূচক গোলটা করে বেলিংহাম। এই ম‍্যাচ জেতায় বার্সেলোনা থেকে ১১ পয়েন্টে এগিয়ে শিরোপার আরও কাছে চলে গেল রিয়াল মাদ্রিদ। ম‍্যাচে এক গোল এক অ‍্যাসিস্ট এবং এক পেনাল্টি নিয়ে সর্বোচ্চ ম‍্যাচ রেটিং নিয়ে ম‍্যাচ সেরা হয় লুকাস ভাসকেজ।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।