ভিডিওগ্রাফি; ঈদের দিনে আমার গ্রাম!!

emon42 -

আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ১৯ ই এপ্রিল , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। তবে অতিরিক্ত গরমে একটু নাজেহাল কিন্তু সেটা মেনে নিতেই হবে। কারণ মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মধ্যেই জীবন টা সুন্দর। ঈদের প্রায় ৮ দিন অতিবাহিত হয়ে গিয়েছে। বাইরে থেকে যারা এলাকায় ঈদ করতে এসেছিল সবাই চলে গেছে। এলাকা টা এখন আবার মতো শূণ‍্য। সেরকম আমেজ আর নেই। ঈদের আসল আনন্দ টা কিন্তু হয় ঈদের আগের কয়েকদিন। ঈদের দিনটা আসলেই মনে হয় যা ঈদ শেষ। তারপর থেকেই মনটা খারাপ হয়ে যেতে শুরু করে। কারণে একে একে সবাই চলে যায় তার কর্মস্থলে। যাইহোক আজ আমি একটা ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নিব অনেকদিন পর।

আমাদের গ্রাম টা একেবারেই ছোট। আমাদের গ্রামের মাঝেই আমাদের ঈদগাহ ময়দান টা। প্রতিবছর আমরাই এই ঈদগাহ ময়দান টা সাজিয়ে থাকি। তবে ভিলেজ পলিটিকস এর কারণে বিগত কয়েক বছর এগুলো আর হয়নি। আমরাও উৎসাহ নিয়ে করতে যায়নি। তবে এবার আবার সেরকম একটা উদ‍্যোগ নেওয়া হলো। যে আবার ঈদগাহ ময়দান সাজানো হবে রঙিন কাগজ দিয়ে। যথারীতি সেই কথামতো কাজে লেগে গেল আমাদের এলাকার ছেলেরা। আমিও ছিলাম তাদের মাঝে। তবে আমি ভিডিও করতে এবং ছবি তুলতে অনেক টা সময় ব‍্যয় করেছিলাম স্মৃতি রেখে দেওয়ার জন্য। ঈদের আগের দিন বিকেলের কথা।

আসর নামাজ পড়ে সবাই লেগে গেল কাজে। ঈদ সাজানোর জন্য যে যার নিজের মতো কাজ করছিল। কয়েকজন ঈদগাহ টা পরিষ্কার করছিল। আবার বেশ কয়েকজন পাশে দাঁড়িয়ে গল্প করছিল। বাচ্চারা ঈদগাহের মধ্যে দৌড়াদৌড়ি করছিল। বেশ সুন্দর একটা মূহুর্ত তৈরি হয়েছিল ঐসময়। এবং আমি করছিলাম আমার কাজ। বেশ কয়েকটা ভিডিও ধারণ করি আমি। সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করে নিব আশাকরি আপনাদের ভালো লাগবে। আশাকরি এমন সময় এমন ঈদ প্রতিটা বছর ফিরে আসবে আমাদের মাঝে।


ভিডিও এর লিংক



Loading iframe


-----------
ভিডিও ধারক@emon42
ডিভাইসRedmi 12
মিউজিকBhar Do Jholi Meri
সময়এপ্রিল,২০২৪
এডিটYoucut apps


সবাইকে ধন্যবাদ💖💖💖।



Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।