New to Nutbox?

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি!!

16 comments

emon42
71
18 days agoSteemit4 min read


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ২৮ ই এপ্রিল , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000553392.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। তবে দিনে দিনে মনে হয় গরমের তীব্রতা টা আরও বাড়ছে। আর এটা সহ‍্য করা একেবারে কষ্টকর হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন হলো আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করে নেওয়া হয় না। আজ আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিব। আমি গ্রামের ছেলে। গ্রামের পথে ঘাটে মাঠে ঘুরে বেড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেজন্য এই ধরনের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নেয়। আজ আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নিব সেগুলো আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার ফটোগ্রাফির মধ্যে আছে সূর্য, সুন্দর আকাশ, ধানক্ষেত এসব। তো চলুন শুরু করা যাক।



1000553387.jpg

1000553388.jpg


  • একেবারে বিকেলের রক্তিম সূর্য। এই সময়ে বিকেলে সূর্যটা যেন ভয়ংকর সুন্দর লাগে। সারাদিন মানুষকে সূর্য তার তাপে পুড়িয়েও যেন ক্ষান্ত হয় না। শেষ বিকেলেও সে তার ভয়াবহ রুপ টা প্রকাশ করে থাকে। ফটোগ্রাফি টা ধারণ করি বৈদ‍্যুতিক তার কে কিছুটা পাশে রেখে ফোকাস করে। সূর্যের শেষ আলোয় পুরো আকাশটা যেন সেজে উঠেছে। কী অসাধারণ লাগছে।


1000553389.jpg

1000553390.jpg


  • এটা হলো সফট ড্রিংকস। মোজো হলো আকিজ গ্রুপের একটা পণ্য। এবং বর্তমানে এটা সফট ড্রিংকস টা বেশ সাড়া ফেলেছে মার্কেটে। যদিও মোজো ড্রিংকস টা অনেক আগে থেকেই আমার পছন্দ। বিকেলে প্রচণ্ড গরমে আমি একটা ঠান্ডা মোজো কিনে নিয়ে মাঠে চলে যায় শান্তিতে বসে খাওয়ার জন্য। ঐসময়েই প্রকৃতির মাঠে ফটোগ্রাফি টা ধারণ করি। কী এই গরমে দেখে লোভ হচ্ছে। হওয়ারই কথা হা হা।


1000553391.jpg

1000553392.jpg


  • এগুলো কী সেটা নিশ্চয়ই আপনাদের আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়া লাগবে না। এটা হলো ধান। এইতো আর কিছুদিন গেলেই ধান কাটার উপযুক্ত হয়ে যাবে। ধানের ছড়া এখন মোটামুটি পরিপূর্ণ। তবে এখন কাঁটার উপযুক্ত হয়নি। আমি একটু কাছ থেকে ধানের ছড়ার ফটোগ্রাফি টা নেওয়ার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে দেখি বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে যাবেন।


1000553393.jpg

1000553381.jpg


  • ইদানিং গরমের কারণে খুব চেষ্টা করলেই বেশি বেলা পযর্ন্ত ঘুমাতে পারি না। সত্যি বলতে গরমে একপ্রকার অতিষ্ঠ হয়েই ঘুম থেকে উঠে যায়। ঐদিন ঘরে যেন থাকতে পারছিলাম না। ভাবলাম যায় বাইরে থেকে একটু হেঁটে আসি। হাঁটতে গিয়ে আমাদের এলাকার মসজিদের সামনে থেকে রোদের মধ্যে হঠাৎ দুইটা ক্লিক করি। পরে দেখা না বেশ ভালো এসেছে ছবিটা। ছবির একটু উপরের দিকে তাকালেই গাছে বেল দেখতে পারবেন। বেল কিন্তু অনেক উপকারী একটা ফল। এই গরমে চাইলে বেলের শরবত খেতে পারেন।


1000552627.jpg

1000552628.jpg


  • এইতো কয়েকদিন আগেই পূর্ণিমা গেল। এবারে তো একেবারে গোলাপি চাঁদ দেখা গিয়েছে। যেটা সচরাচর সবসময় দেখাও যায় না। কিছুদিন আগে রাতে আমি একটু বের হয়েছিলাম। ঐসময়ে খেয়াল করে দেখি চাঁদের আলোয় সবকিছু যেন পরিষ্কার দেখা যাচ্ছে। এবং চাঁদটা এতো সুন্দর লাগছে কী বলব। যাইহোক ঐসময়ে আমি চাঁদের ফটোগ্রাফি টা ধারণ করি।


1000553395.jpg

1000553396.jpg


  • এই ফটোগ্রাফি টা বেশ কিছুদিন আগের। ঈদের পরের দিন সম্ভবত এই ফটোগ্রাফি টা করেছিলাম আমি। এটা আমাদের এলাকার ঈদগাহ। ঈদ উপলক্ষে প্রতিবছরই রঙিন ফ্লাগ বা পতাকা দিয়ে সাজানো হয়। তখন তপ্ত দুপুর। কিন্তু বেশ ভালো বাতাস ছিল। ঐসময়ে আমি খেয়াল করে দেখি বাতাসে উড়ছে পতাকা গুলো। তখন দেখতে বেশ চমৎকার লাগছিল। ঐসময়ে আমি ফটোগ্রাফি গুলো ধারণ করি।


1000553403.jpg

1000551209.jpg


  • এটা হলো সুন্দর নীল আকাশ। আকাশে ছড়ানো সাদা কিছু মেঘ দেখা যাচ্ছে। এই ফটোগ্রাফি টা করেছিলাম আমি ঈদের আগে। ঐদিন আমাদের ইফতার পার্টি ছিল। তো আমি ইফতার পার্টিতে যাওয়ার সময় চলন্ত পথে এই ফটোগ্রাফি গুলো ধারণ করি। যেখানে আমি আকাশ এবং উচু নারিকেল গাছগুলো এক ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করেছি। বেশ সুন্দর লাগছিল ঐসময়ে জায়গা টা।

----------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসredmi12
সময়এপ্রিল,২০২৪


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Comments

Sort byBest