New to Nutbox?

আরও একটা ফাইনাল, আরও একটা ট্রফি!!

3 comments

emon42
72
4 days agoSteemit3 min read


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ১৯ ই ডিসেম্বর,২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000567819.jpg

sport tv থেকে স্কিন শর্ট নেওয়া হয়েছে।


এই সিজেনে রিয়াল মাদ্রিদের সময় টা মোটেই ভালো যাচ্ছে না। লা লীগায় টেবিলের তৃতীয় স্থানে নেমে এসেছে। চ‍্যাম্পিয়ন লীগেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। দলে অনেক গুলো ইঞ্জুরি সমস্যা রয়েছে। কিন্তু এতোকিছুর পরেই এই সিজেনে এই চার মাসে রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে দুইটা শিরোপা জিতে নিয়েছে। এরমধ্যে একটা ছিল উয়েফা সুপার কাপ এবং গতকাল রাতে জিতেছে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। গতকাল রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ছিল ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল ম‍্যাচ। এই ম‍্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকোর ক্লাব পাচুকা এফসি এবং স্প‍্যানিস ক্লাব বতর্মান উয়েফা চ‍্যাম্পিয়ন লীগের চ‍্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম‍্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত ১১ টার সময়।


1000567818.jpg

1000567823.jpg

1000567824.jpg

1000567825.jpg


ইঞ্জুরি থেকে ফিরে এইম‍্যাচে একেবারে শুরুর একাদশে ছিল কিলিয়ান এমবাপ্পে। কার্লো আনচেলওি তার দলকে ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামায়। অন্য দিকে পাচুকা এফসির ফর্মেশন ছিল ৪-২-৩-১। আপনাদের বলে রাখি ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনাল হয়েছিল কিন্তু কাতারের এই লুসাইল স্টেডিয়ামেই। যাইহোক রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়। রিয়াল মাদ্রিদ প্রথম থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল। তবে তাদের খেলোয়ারদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল। এইজন্য বার বার বলের দখল হারিয়ে ফেলছিল। আর এই সুযোগেই বার বার আক্রমণে যাচ্ছিল পাচুকা এফসি। বেশ কিছু দারুণ আক্রমণ করে পাচুকা এফসি দারুণ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি।


1000567829.jpg

1000567830.jpg

1000567834.jpg

1000567837.jpg


এভাবেই খেলা চলছিল। ম‍্যাচের ৩৭ মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে দারুণ একটা বল পেয়ে যায় ভিনিসিয়াস। কয়েকজন খেলোয়ার কে বোকা বানিয়ে বল নিয়ে এগিয়ে যায়। এবং নিজের গোল করার সুযোগ থাকলেও ভিনিসিয়াস বলটা বাড়িয়ে দেয় এমবাপ্পের দিকে। এবং এমবাপ্পে বল পাঠিয়ে দেয় পাচুকার জালে। ভিনিসিয়াসের অসাধারণ অ‍্যাসিস্টে এমবাপ্পের গোলে ১-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে রিয়াল মাদ্রিদ বেশ গুছিয়ে খেলছিল। ফলাফল আগের মতো আর বল লস করছিল না। ফলে একের পর এক আক্রমণ করতে থাকে। ম‍্যাচের ৫৩ মিনিটে এমবাপ্পের অ‍্যাসিস্টে ডিবক্সের বাইরে থেকে অসাধারণ একটা গোল করে রদ্রিগো। রদ্রিগোর গোলে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।


1000567846.jpg

1000567842.jpg

1000567843.jpg

1000567844.jpg


খেলা আবার চলতে থাকে। এর মাঝে পাচুকা এফসি আরও দারুণ কিছু আক্রমণ করে। একটা গোল করলেও সেটা অফসাইডের জন্য বাতিল হয়। ম‍্যাচের ৮৪ মিনিটে লুকাস ভাসকেজ কে ডিবক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে সফল স্পট কিক নিয়ে গোল করে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে যায় ভিনিসিয়াস জুনিয়র। ম‍্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে মোটামুটি ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সেই সাথে জিতে নেয় ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। ম‍্যাচে ১ গোল ১ অ‍্যাসিস্ট করে সর্বোচ্চ ৮.৯* রেটিং নিয়ে ম‍্যাচ সেরা হয় ভিনিসিয়াস জুনিয়র। পাশাপাশি ফাইনালের গোল্ডেন বল যায় তার কাছে। বেশ দারুণ একটা ফাইনাল ম‍্যাচ ছিল।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Comments

Sort byBest