কবিতা আবৃত্তি ;( আক্ষেপের ডানা- ইথার আখতারুজ্জামান )।

emon42 -

আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



ভালোবাসা ব‍্যাপার টা খুবই অদ্ভুত। আমাদের অনেকের সাথে এমনটা হয় যে আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না। আবার তারা যাদের ভালোবাসে তার সেই ভালোবাসার মানুষ টাও তাকে ভালোবাসে না। সবকিছু যেন একেবারে তালগোল পাকিয়ে গিয়েছে। তবে সবচাইতে কষ্টের মূহূর্ত কী জানেন যখন আপনি প্রতিনিয়ত একজনকে ভালোবেসে যাওয়ার পরও ঐ মানুষ টা আপনাকে সামান্য পরিমাণ গুরুত্ব দেয় না। আপনার খবর নেয় না। এটা একটা মৃত্যু যন্ত্রণা দিয়ে থাকে। তখন একপর্যায়ে গিয়ে মনে হয় না আর না। আর কতদিন এভাবে উপেক্ষা অবজ্ঞা সহ‍্য করে যাব। আমার আজকের আবৃত্তি করা কবিতা টা এইরকমই একটা বিষয় নিয়ে। কবিতা টার নাম "আক্ষেপের ডানা" কবিতা টার লেখক ইথার আখতারুজ্জামান। বতর্মানে তরুনদের মধ্যে সবচাইতে বেশি যার কবিতা নিয়ে আলোচনা হয় তিনি হলেন ইথার আখতারুজ্জামান।



  • আক্ষেপের ডানা
  • ইথার আখতারুজ্জামান


কবিতা



একদিন তোমার আক্ষেপের ডানায় ভর করে
আমার মৃত্যুদিন চলে আসবে।
অনেক কিছুরই অপেক্ষা ফুরিয়ে যাবে,
তোমার আমার।
চাওয়া পাওয়ার হিসেবগুলো মেলাতে পারবে না
পৃথিবীর কোনো ক্যালকুলেটর।
তোমার জানা হয়ে যাবে দাঁড়িয়ে থেকে চলে যাওয়া দেখতে কেমন।
কবি মরে গেলে কবিতারা হয়ে যায়,
কতটা একা।
তুমি টের পাবে,
নীরবতা কতটা চোখ শূন্য জলে নকশা আঁকলে পরে
তাকে বলে সত্যিকারের স্তব্ধতা।
এতকিছু জানাজানির পরও
তোমার অনেক কিছু থেকে যাবে অজানা।
তোমার কখনই জানা হবে না
কতটা ব্যথা বুক থেকে সেচলে পরে,
কতবার কতভাবে মরণ হলে
‘ভালোবাসা যাচ্ছে না আর’
এমন একটা কথার ভয়াবহতা!
তুমি ভালো থেকো,
যেভাবে থাকে ফসল শূন্য মাঠে
একটা কাকতাড়ুয়া একা।


source



কবিতা আবৃত্তির লিংক



Loading iframe




সবাইকে ধন্যবাদ💖💖💖।



Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।