পুরাতন অ‍্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি!!

emon42 -

আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার, ১৭ ই ডিসেম্বর,২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজ আবার কিছু ফটোগ্রাফি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তবে সেগুলো কয়েক বছর আগের ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো ফোনের গ‍্যালারিতে পড়ে আছে অবহেলায়। একটা সময় আমি অনেক ফটোগ্রাফি করতাম। । যদিও এখন খুব একটা ফটোগ্রাফি করা হয় না। কারণ ফটোগ্রাফি করার মতো সময় প্রকৃতি কোনটাই পাই না। ঢাকা শহরে ফটোগ্রাফি করার জায়গা কোথায়। যাইহোক চলুন আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।




  • ২০২০ সাল করোণার তান্ডব চলছে। ঐসময় আমি এবং আমার চাচাতো ভাই প্রায়ই গভীর রাতে হাঁটতে বের হতাম। একদিন পূর্ণিমা রাতে আমরা হাঁটছি। চাঁদের আলোয় চারিদিক একেবারে পরিষ্কার হয়ে আছে। সত্যি বলতে ঐরকম মায়াবি রাত আর আমি দেখিনি। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। ঐ রাতের সেই অপরুপ দৃশ্যের কথা এখনও আমার মনে আছে।



  • ২০২০ সালে করোণার তান্ডবে লকডাউনে তো বাড়িতে আটকে ছিলাম। মোটামুটি বোরিং দিন কাটত। কিন্তু বিকেলে আমরা বন্ধুরা মিলে সবাই চলে যেতাম মাঠে। টানা দুই ঘন্টা চলত আমাদের ফুটবল খেলা। আর ফুটবল ছিল আমার পছন্দের খেলা। একদিন ফুটবল খেলার সময় এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। আহ সেই দিনগুলো এখন অনেক মিস করি।



  • এটা একটা ঐতিহাসিক বিরিয়ানির হাড়ি। ২০২০ সালের ঈদুল আযহা। আমরা ঠিক করলাম পিকনিক করব। রান্না আমরাই করব। সবকিছু ম‍্যানেজ করে তৈরি করে ফেললাম চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে সেই চিকেন বিরিয়ানির হাঁড়ি। ঐ রাতে এই ফটোগ্রাফি ধারণ করেছিলাম। এখনও মনে পড়ে কথাগুলো।



  • এটা গোলাপ ফুল। একসময় আমার ছোট একটা বাগান ছিল। বাগানে বেশ কয়েক প্রজাতির গোলাপ ছিল। একদিন সকালের কথা। আমি বাগানের দিকে তাকাতেই দেখি সূর্যের আলো এসে দারুণ ভাবে পড়ছে গোলাপ ফুলের উপর। এবং এক অসাধারণ সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটছে। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।



  • এটা হলো কচুরি পানার ফুল। এই ফুলটা আমার বেশ পছন্দের। যতই অবহেলায় বেড়ে উঠুক এটার অন‍্যরকম একটা সৌন্দর্য আছে। এক শীতের বিকেলে মাঠে হাঁটছি। আমার সাথে আমার এক ছোট ভাই ছিল। ঐসময় এই ফুলটা আমার নজরে আসে। এবং আমি এই ফটোগ্রাফি টা ধারণ করি। ফুলটা বেশ চমৎকার লাগছে দেখতে।



  • কয়েকদিন হলো বেশ ভালো শীত পড়ছে। সকালে উঠলে বেশ ভালো কুয়াশার দেখাও পাওয়া যায়। শীতের সকালে কুয়াশাই চারিদিক আচ্ছন্ন হয়ে থাকবে তবেই না মজা। এই ফটোগ্রাফি ২০২১ সালের এক শীতের সকালে আমি ধারণ করেছিলাম। আমার গ্রামে শীতের ব‍্যাপার টাই আলাদা ছিল। বেশ দারুণ ভাবে কাটত দিনগুলো।



  • এই ধরনের গোলাপ গুলো আমার কাছে একটু বেশিই ভালো লাগে। এটার কারণ এটার অসাধারণ একটা গুচ্ছ ভাব। এই ফুলটা বেশ দারুণ ভাবে যেন গোছানো। এই ফুলের ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম বেশ কয়েক বছর আছে। এমন ফুল একটা সুন্দর শুভ্র পবিত্রতার বহিঃপ্রকাশ ঘটায়।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।