বদলে যাওয়ার গল্প (চতুর্থ পর্ব)

darklights -

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তারা শাওনকে নানা রকম হুমকি ধামকি দিতে লাগলো। এর ভেতরে একটা ছেলে পিস্তল বের করে শাওনের বুকে ধরে বললো। এখন যদি ট্রিগারে চাপ দেই তাহলে তোর খেলা এখানেই শেষ। আর কোনদিন যদি আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করিস। তাহলে তোকে জন্মের মত শিক্ষা দেবো। শাওন ভয় না পেয়ে তাদের দিকে তাকিয়ে রইলো। শাওন বুঝতে পারল ছেলেগুলো আজকে তাকে আঘাত করবে না। এরা আজকে তাকে শুধু ভয় দেখাতে এসেছে। তখন শাওন সেই বখাটে ছেলেদের উদ্দেশ্যে বললো।

এলাকার ভেতর যদি আর কোনদিন তারা এরকম ঘটনা ঘটায়। তাহলে শাওন ও তাদেরকে দেখে নেবে। এই কথা বলার সাথেই বখাটেদের দলের একজন তার হাতে থাকা চাপাটি দিয়ে শাওনকে কোপ দিলো। কিন্তু শাওন কোপ দেয়ার আগেই তার হাত ধরে হাত থেকে চাপাটি কেড়ে নিয়ে এক কোপে তার হাতটা আলাদা করে ফেললো। এর ভেতরে যে ছেলেটার কাছে পিস্তল ছিলো সে কোমর থেকে পিস্তল বের করতে গেলে শাওন তার হাতেও একটা কোপ দিলো। হঠাৎ করে শাওনের আক্রমণে তারা দিশেহারা হয়ে সবাই দৌড়ে পালিয়ে গেলো।

এতক্ষণে তাদের এই ঝামেলাটা এলাকার অনেকেই দূরে থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলো। কিন্তু কেউ একজন সামনে এগিয়ে এসে প্রতিবাদ জানায়নি।বখাটেরা পালিয়ে গেলে শাওন সরাসরি তার বাসায় চলে গেলো। বাসায় গিয়ে সে চিন্তা করতে লাগলো এর পরিণতিতে কি হতে পারে? এর ভেতরে শাওনের বাবা-মায়ের কাছেও খবর চলে এলো। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ