সাংবাদিকতা ও অধ্যাবসায় এর গল্প!
0 comments
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে এমন এক সাংবাদিকের গল্প আপনাদেরকে বলবো। যার সম্পর্কে আমি রিসেন্টলি জেনেছি। এমনকি আজকের আগে আমি তার নামটাও খুব একটা ভালোভাবে জানতাম না। কিন্তু সেই ব্যক্তিটির সম্পর্কে এখন জানতে পেরে আমি সত্যিই নিজেকে গর্ববোধ মনে করছি। কারণ কিছু কিছু ভালো মানুষ সম্পর্কে নিজেরা জানতে পারলেও মনে হয় যে, দেশের অন্তত ভালো কোনো কিছু সম্পর্কে জানতে পারলাম।
ঠিক তেমনটাই আমাদের গর্ববোধ করার মতোন একজন সাংবাদিক হলো আব্দুল্লাহ আল ইমরান নামের একজন সাংবাদিক। তিনি বিগত ছয় বছরের অধ্যাবসায়ের মাধ্যমে এরকম ভয়ংকর একটা সত্য দেশের সামনে এনেছেন অর্থাৎ পিএসসি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত প্রতিটা ক্যাডার, নন ক্যাডার এর প্রশ্ন ফাঁস হয়েছে। তাও প্রায় একযুগ এরও বেশি সময় ধরে। আর শুধু তাই নয়! বিসিএসের এসব প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিলো সরাসরি পিএসসি কর্মকর্তারা ই।অর্থাৎ যারা রক্ষক তারাই এখানে ভক্ষক। আর এইসব, এতো ভয়ঙ্কর নিউজগুলো পৃথিবীর সামনে এনেছেন তাও প্রতিটা প্রমান ও ভিডিও ফুটেজ সহ এই সাংবাদিক।
এইরকম কলিজা যদি আমাদের দেশের প্রতিটা সাংবাদিকদের থাকতো। তাহলে হয়তো আমার মনে হয় আমাদের দেশের অবস্থাটা তো। মানে যতোটা খারাপ রয়েছে, এতোটা খারাপও থাকতো না। কারণ উনি প্রায় প্রতিটা বিষয়ের প্রমাণ এবং ভিকটিম সবকিছুই আসলে জোগাড় করে মাঠে নেমেছেন। এবং এটা খুব ভালো করে বুঝতে পারছি যে, যে নিউজটা করার জন্য উনার ছয় বছর সময় লেগেছে। সেখানে আসলে তার কতোটা শ্রম, তার কতোটা সময় এবং তার কতোটা অধ্যাবসায় রয়েছে। এই ধরনের সাংবাদিক আমাদের দেশে রয়েছে। এটা জেনেও আসলে খুব ভালো লাগা কাজ করেছে।
কারণ বর্তমানে আমাদের দেশে ভালো এবং সৎ সাংবাদিকের বড়ই অভাব। কারণ এটা আমরা আমাদের নিউজ পেপার কিংবা সংবাদ গুলো দেখলেই বুঝতে পারি যে, তারা আসল নিউজগুলো না করে আসল নিউজগুলোকে লুকানোর জন্য বিভিন্ন ভুলভাল নিউজ করে বেড়ায়। তাই উনাকে আমার পক্ষ থেকে জানাই স্যালুট। কারণ উনি সত্যিই একটা অসম্ভবকে সম্ভব করেছেন। অনেক বড় একটা অন্যায়কে দেশের সবার চোখের সামনে এনেছেন।
Comments