আদর্শ শিক্ষক রমেশ স্যারের গল্প (দ্বিতীয় পর্ব)
1 comment
এভাবেই দিন চলতে থাকে। রাজুর মধ্যে এক নতুন উদ্দীপনা দেখা যায়। সে শুধু পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে না।বরং সে নিজের কাজের মধ্যেও নতুন দায়িত্ববোধ অনুভব করতে শুরু করে। তার মনে হয়, একজন মানুষকে শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও কিছু করতে হবে। রমেশ স্যারের অনুপ্রেরণায় সে বুঝতে পারে যে শিক্ষা শুধু নিজের উন্নতির জন্য নয়, পুরো সমাজের জন্যও জরুরি। সে মনে মনে প্রতিজ্ঞা করে। যখন যদি সে কখনো প্রতিষ্ঠিত হতে পারে তবে সেও সমাজের মানুষের জন্য কিছু করার চেষ্টা করবে।
কিছুদিন পরে, রাজু পরীক্ষায় অংশ নেয় এবং দারুন ফলাফল অর্জন করে। সে গ্রামের সবাইকে দেখিয়ে দেয় যে সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব। আর রাজুর এই সাফল্যে সবচাইতে বেশি খুশি হয় রমেশ স্যার। রাজুর রেজাল্ট এর খবর পেয়ে তিনি মিষ্টি কিনে নিয়ে রাজুদের বাড়িতে আসেন। তিনি নিজ হাতে রাজুর বাবা-মা এবং রাজুকে মিষ্টি খাইয়ে দেন। সেই সাথে রাজুকে বলতে থাকেন তোমাকে আরো বহুদূর যেতে হবে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Comments