প্রতিশোধ স্পৃহা (তৃতীয় পর্ব)

curious.mind -

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


রিকসা করে তাদের এলাকাটা পার হয়ে তারা একটা তুলনামূলক কম ব্যস্ত রাস্তায় চলতে লাগলো। সবকিছু ভালো মতোই যাচ্ছিলো। হঠাৎ করে আসিফ দ্রুত বেগে একটা গাড়ি আসার শব্দ শুনতে পেলো। আর মুহূর্তের ভেতরেই তাদের জীবনটা উলটপালট হয়ে গেলো। গাড়িটার ধাক্কায় রাছিফদের রিক্সা রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়লো। রাছিফ আর তার স্ত্রীর কোলে থাকা তাদের দুই বাচ্চা পড়ে রইলো রাস্তার উপরে। আর সেই গাড়িটা তাদেরকে চাপা দিয়ে চলে গেলো।


ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

গাড়িটা কিছুদূর গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলো। ঘটনার আকস্মিকতায় রািফ পুরোপুরি হতভম্ব হয়ে গেলো। তার হাত পা কেটে যে রক্ত বের হচ্ছে এটা সে বুঝতেই পারছিলো না। একদিকে তারা স্ত্রী অচেতন হয়ে রাস্তায় পাশে পড়ে রয়েছে। আর ওদিকে তার দুটো বাচ্চার নিথর দেহ পড়ে রয়েছে রাস্তার উপরে। আর এসব কিছুই ঘটল রাছিফের চোখের সামনে। দেখতে দেখতে সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেলো। তাদের একদল রাছিফের পরিবারকে নিয়ে চলে গেলো হাসপাতালে।

আর একদল সেই গাড়ির চালককে গিয়ে ধরে ফেললো। হাসপাতালে পৌঁছানোর পর রাছিফের আর কিছু মনে নেই। পর দিন যখন সে চোখ খুললো তখন সে তার বাবা-মা ভাই বোনকে তার বেডের পাশে দেখতে পেলো। পাশের বেডে দেখলো তার স্ত্রী শুয়ে আছে। তার স্ত্রীর হাতে ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ। রাছিফ বুঝতে পারলো তার স্ত্রীর হাত-পা ভেঙে গিয়েছে। রাছিফ খেয়াল করে দেখলো তার নিজের তেমন কিছু হয়নি। শুধু কয়েক জায়গায় কেটে গিয়েছে। জ্ঞান ফিরতেই রাছিফ তার বাচ্চা দুটোর কথা জিজ্ঞেস করলো। সে বলতে লাগলো আমার বাচ্চা দুটোকে আমার কাছে এনে দাও। ওরা কোথায় আছে কেমন আছে? (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ