New to Nutbox?

বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে

0 comments

curious.mind
74
11 days agoSteemit3 min read

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিদ্যুতের অপচয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে আমাদের দেশ যত আধুনিক হচ্ছে ততই বিদ্যুতের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেননা আমাদের জীবনে যত জিনিস আমরা বর্তমানে ব্যবহার করছি তার সবকিছুই এই বিদ্যুতের উপর নির্ভরশীল। আসলে আপনি যে ফোনটি হাতে নিয়ে আমার এই পোস্টটি পড়ছেন সেটিও কিন্তু চালাতে বিদ্যুতের প্রয়োজন হয়। আসলে আগেরকার সময়ে দেশ অতটা আধুনিক ছিল না। এছাড়াও তখনকার সময় বিদ্যুতের ব্যবহারও খুব কম ছিল। শুধুমাত্র শহর অঞ্চল ছাড়া গ্রামের দিকে আগেরকার সময় বিদ্যুতের কোন প্রয়োজন ছিল না। তারা ঘরে প্রদীপ জ্বালিয়ে ঘরকে আলোকিত করত। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাই যে শহরের পাশাপাশি গ্রাম অঞ্চল গুলোতে এখন বিদ্যুৎ চলে গেছে এবং বিদ্যুতের সংযোগের ফলে গ্রাম অঞ্চল গুলো এখন আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে।


আসলে একদিক থেকে তো বৈদ্যুতিক যন্ত্রপাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু অন্য দিক থেকে বিদ্যুতের যোগান দিন দিন কমে যাচ্ছে। কেননা এই অতিরিক্ত যন্ত্রপাতির জন্য অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কিন্তু বিদ্যুতের অপচয়ের ফলে এই অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন কিন্তু আমাদের প্রয়োজন মেটাতে পারছে না। আসলে মানুষের প্রয়োজনের জন্য যতটুকু বিদ্যুতের প্রয়োজন তা কিন্তু সরকার উৎপাদন করছে। কিন্তু মাঝখান থেকে যে পরিমাণ বিদ্যুতের অপচয় হচ্ছে তাতে করে কিন্তু আমাদের চাহিদার থেকে বিদ্যুতের পরিমাণ অনেক বেশি কমে যাচ্ছে। কেননা বিভিন্ন ধরনের অসাধু ব্যক্তিরা বিভিন্ন ধরনের চোরাই পথ দিয়ে বিদ্যুৎ সংগ্রহ করে সেই বিদ্যুৎকে তারা অন্যান্য কাজে ব্যবহার করছে। আসলে এভাবে যদি আমাদের প্রয়োজনের বিদ্যুৎ মাঝপথ দিয়ে চুরি হয়ে যায় তাহলে তো বিদ্যুতের সমস্যা হবে।


আসলে বর্তমানে আমরা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তের জন্যও চলতে পারছি না। এছাড়াও এখন সরকার চেষ্টা করছে যে এই বিদ্যুতের পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদন করার জন্য। এখন আমাদের দেশে সরকার বিভিন্ন জায়গাতে অল্প খরচে সৌর বিদ্যুতের সোলার স্থাপন করছে এবং সেখান দিয়ে আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করছে। আসলে এভাবে যদি আমরা বিদ্যুতের চাহিদা কমিয়ে সৌর বিদ্যুতের ব্যবহারের দিকে ঝুঁকে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের দেশে আর কখনো বিদ্যুতের কোন ঘাটতি পরবে না। এছাড়াও সরকার বিভিন্ন ফাঁকা ফাঁকা মরুভূমিতে বড় বড় সৌর বিদ্যুতের প্লান্ট স্থাপনা করছে। আসলে এই সৌর বিদ্যুতের ফলে একদিক থেকে যেমন প্রকৃতির কোন কিছু নষ্ট হয় না তেমনি অন্য দিক থেকে বিভিন্ন ধরনের জ্বালানি খরচ আর হয় না।


আসলে আমাদের দেশে এই বিদ্যুতের অপচয় সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করে যারা বিদ্যুতের অপচয় করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেননা তাদের বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে দিন দিন এই বিদ্যুতের অপচয় বৃদ্ধি পাবে এবং চোরাই পথে বিভিন্ন অবৈধ কাজে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতে অসাধু ব্যক্তিরা কখনো দ্বিতীয়বার ভাববে না। আর এজন্য আমাদের সরকারের পাশাপাশি এইসব অসৎ ব্যক্তিদেরকে সরকারের সামনে নিয়ে এসে তাদের যাতে করে কঠিন শাস্তি হয় সেজন্য সরকারকে সাহায্য করতে হবে। এছাড়াও আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত কোন বৈদ্যুতিক যন্ত্রপাতি কখনো চালিয়ে রাখবো না। আসলে এভাবে যদি আমরা বিদ্যুতের অপচয় বন্ধ করতে পারি তাহলে আমাদের দেশে আর লোডশেডিং কখনো হবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Comments

Sort byBest