নিজের গন্ডি বুঝে ইনভেস্টমেন্ট করুন

curious.mind -
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সকলেই ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের সাথে পরিচিত। সে সাথে সকলেই এই ওয়ার্ল্ডের সাথে সংযুক্ত। তাই ভাবলাম যে, সে বিষয়ে একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করা যাক। কারণ প্রতিনিয়ত নিজের চিন্তা ভাবনা গুলো, নিজের ভাবনা গুলো, নিজের জানাশোনা সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে।

ক্রিপ্টোকারেন্সি জগতের কথা যদি বলি। তাহলে প্রথমেই যেটার কথা আসে, সেটা হলো ইনভেস্টমেন্ট। কারণট এর সাথে ইনভেসমেন্ট ওতপ্রোতভাবে জড়িত। যদি কেউ ইনভেস্ট না করে তাহলে আসলে এই জগতের ভিত্তি নেই বলা চলে। কারণ ইনভেস্টরদের কারণে এই জগতটি পৃথিবীর বুকে এতো বেশি দুঃসাহসিকতার সাথে বেঁচে রয়েছে। দুঃসাহসিকতা বলার একটি মাত্র কারণ হলো, এখানে সব কিছুই আনপ্রেডিক্টেবল। অর্থাৎ কোনো কিছু প্রেডিক্ট করলে যেটা ১০০% সত্যি হবে। এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না।

তাই ভাবলাম যে, সকলকে একটু সতর্ক করা উচিত। অর্থাৎ কোনো কয়েনে কিংবা কোনো কিছুতে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের গণ্ডি বুঝে এরপরে ইনভেস্ট করবেন। যেমন একটা কথা রয়েছে যে, আপনার কাছে যদি দুই লক্ষ টাকা থাকে তাহলেই আপনি এক লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে তাহলে আপনি কখনোই এক লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন না। ইংরেজিতে এ নিয়ে একটি কথাও বেশ প্রচলিত রয়েছে। অর্থাৎ নিজের গণ্ডি বুঝে এরপরে আমাদের ইনভেস্টমেন্ট এর দিকে ধাবিত হওয়া উচিত।

আমরা যেটা অনেক বেশি ভুল করি। সেটা হচ্ছে, অন্যকে দেখে ইনভেস্ট করা।এ চিন্তা আমরা মাথায় আনি, যেটা সম্পূর্ণ ভুল। কারণ আমাদের যদি কোথাও ইনভেস্ট করার ইচ্ছা থাকে কিংবা ইনভেস্ট করার প্রয়োজন হয়। তাহলে তার আগে প্রয়োজন হলো সেই বিষয় সম্পর্কে, সেই কয়েন সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করা এবং সেটা আমি পারবো কিনা কিংবা তার ক্ষতি আমি সহ্য করতে পারব কিনা, সেসব বিবেচনা করে নেওয়া। এরপর কোথাও ইনভেস্ট করতে যাওয়া উচিত। কারণ তা না হলে কেউ যদি ক্ষতিটা বেয়ার করার মতো ক্ষমতা না রাখে। তাহলে কিন্তু সে সাথে সাথে নিঃস্ব হয়ে যেতে পারে।