New to Nutbox?

বাবুসোনার মুখে-ভাত shy-fox 10%| abb-school 5%

0 comments

bristychaki
68
2 years agoSteemit3 min read

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার আদাব। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের অশেষ কৃপায় আমি ও পরিবারের সকলেই ভালো আছি।

শিশুর প্রথম শক্ত খাবার খাওয়ার দিনটিকে মুখে ভাত উৎসব হিসেবে পালন করা হয়।একটি শিশুর জীবনে এটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধ শিশুর পূর্নাঙ্গ চাহিদা পূরণ করতে সক্ষম, কিন্তু ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি তাকে সম্পূরক খাদ্য দিতে হবে। সন্তান যদি পুত্র হয় তাহলে ষষ্ঠ মাসে কিংবা অষ্টম মাসে এবং কন্যা সন্তান হলে পঞ্চম মাসে কিংবা সপ্তম মাসে মুখে ভাত দেওয়া হয়ে থাকে।
IMG_20220702_233806.jpg

বাবুসোনা হচ্ছে আমার ছোট দাদার দ্বিতীয় পুত্র সন্তান ওর নাম শ্রেয়াস বকসী আমি ওর একমাত্র পিসিমনি। আমরা সবাই আদর করে বাবুসোনা বলে ডাকি। আমাদের বাবুসোনার ষষ্ঠ মাসে মুখে ভাত দেওয়া হলো তার কিছু সুন্দর মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করবো।
IMG_20220703_232525_357.jpg

দিনটি ছিল পহেলা জুলাই শুক্রবার। এই দিনটি ছিল অনেক আনন্দের সবাই মিলে অনেক মজা করা হয়েছে। অনুষ্ঠান আমাদের গ্রামের বাড়িতে হয়েছে। আমি তিনদিন আগেই উপস্থিত হয়েছি। আমি একমাত্র পিসিমনি বলে কথা আমাকে তো আগে যেতেই হবে।কয়েকদিন আগে থেকেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই খুবই চিন্তিত এত বৃষ্টির মধ্যে কি করে অনুষ্ঠান করা হবে। কি আর করা,অনুষ্ঠানের দিন নির্ধারণ করা অনেক দিন আগেই হয়েছিল তাই পরিবর্তন করার কোন সুযোগ নেই। কার্ড ছাপানো বিলি করা হয়ে গেছে তাই কিছু করার নেই। বাড়ির উঠোন পুরোটা টিনের চালা তোলা হয়েছে। কয়দিন যাবত ডেকোরেশন এর লোকজনেরা কাজ করছে পুরো বাড়ি সাজানো হচ্ছে বারান্দায় একটা ছোট্ট করে স্টেজ বানানো হয়েছে। বাড়ির সামনের রাস্তা পুরোটা লাল নীল রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে।
PhotoCollage_1656783651076.jpg

অনুষ্ঠানের দিন খুব ভোরে উঠে স্নান করে আমাদের বাড়ির মন্দিরে চলে গেলাম। যতরকম পুজো আছে সব মন্দিরেই করা হবে আমি এবং আরও কয়েকজন মিলে পুজোর আয়োজন করলাম।
PhotoCollage_1656783101116.jpg

আগের দিনে হলুদ কোটা ঢেঁকিতে করা হতো কিন্তু এখন ঢেঁকির প্রচলন প্রায় উঠেই গেছে আমাদের বাড়িতে ঢেঁকি ছিল সবাই বিয়ে বা মুখে ভাতের হলুদ কোটার জন্য আমাদের বাড়িতে আসতো অনেক মজা হতো গতবছরও ছিল এবার গিয়ে দেখলাম ঢেঁকি টা নেই খুবই খারাপ লাগলো কি আর করা ডিজিটাল যুগ ডিজিটাল ব্যবস্থা হাম্বুলদিস্তায় হলুদ কোটা হলো।
PhotoCollage_1656783147210.jpg

হলুদ কোটা গায়ে হলুদ স্নান পর্ব শেষ হওয়ার পর বাবুসোনা কে গোপালের সাজে সাজানো হয়েছে।
IMG_20220704_101032.jpg

অর্ধেক রাত থেকে কাটাকাটি রান্নাবান্না নিয়ে রাধুঁনীরা ব্যস্ত পুরো গ্রামবাসী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব মিলে প্রায় ৮শ লোকের আয়োজন করা হয়েছে। পুজোর কাজে ব্যস্ত ছিলাম তাই সব মুহুর্ত ক্যামেরা বন্দি করতে পারিনি।
PhotoCollage_1656908164924.jpg

যতরকম রান্না হয়েছে সবকিছু আগে আগে বাবুসোনার জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে এটাও একটা নিয়মের মধ্যেই পরে যা রান্না হবে সব আগবোল উঠিয়ে রাখতে হবে আগে কেউ খেতে পারবে না।
PhotoCollage_1656782744741.jpg

এখন সেই মাহেন্দ্রক্ষণ বাবুসোনার মুখে ভাতদেওয়ার সময়। বাবুসোনার একমাত্র মামা শিশির প্রথমে নারায়ণ পুজোর সিন্নি মুখে দেয়, তারপর লোকনাথ বাবার ভোগ পায়েস মুখে দেওয়া হলো। মন্দিরে পর্ব মিটে গেলে বাড়িতে এসে মাছ মাংস ভাত মামারা মুখে দেয়।বাবুসোনা মনে হয় মজা পেয়েছে তাই একটুও কান্নাকাটি করেনি মুখে যা দিচ্ছে তাই চেটেপুটে খেয়ে নিচ্ছে। সবাই ধানদূর্বা দিয়ে আশীর্বাদ করে মুখে ভাত শেষ করা হলো

বাবুসোনার মুখে ভাতের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উপহার সামগ্রী ছাড়া নিমন্ত্রণ শুধু ধানদূর্বা দিয়ে আশীর্বাদ করবে সবাই। আমাদের গ্রামে এমনও কিছু পরিবার আছে যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে উপহার কেনা অসম্ভব হয়ে যায় আর লোকলজ্জার ভয়ে নিমন্ত্রণ খেতে আসতে পারে না তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা বেলা তারা যেন নিঃসংকোচে পেট ভরে খেতে পারে, খাওয়ার পর আত্মতুষ্টির সাথে মনে ভরে আশীর্বাদ করবে আর এটাই হবে বাবুসোনার জন্য পরম পাওয়া। সবকিছুই খুব সুন্দর ভাবে হয়েছে। এই দিনটি সবার কাছে স্বরণীয় হয়ে থাকবে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। আর আমার বাবুসোনার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন।

ধন্যবাদ

Comments

Sort byBest