New to Nutbox?

প্রথম মা হওয়ার অনুভূতি

3 comments

bristychaki
69
3 days agoSteemit3 min read

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি,সুস্থ আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে।

মা হওয়ার অনুভুতি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর অনুভূতি। মায়ের কোলে নবজাতকের স্পর্শ, প্রথম সন্তানের আগমন কেবল একটি পরিবারের বৃদ্ধি নয়, বরং জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এই অধ্যায়টি ভরা থাকে অপার আনন্দ, ভালোবাসা, শিখে নেওয়ার অভিজ্ঞতা এবং অবশ্যই কিছু চ্যালেঞ্জ।প্রথম যখন মাতৃত্বের স্বাদ পেলাম তখন মা হওয়ার মতো কোনো যোগ্যতায় আমার ছিলো না,কিভাবে কি করতে হয় বোঝার মতো জ্ঞান ছিলো না।প্রথম কন্যা সন্তান হওয়ায় অনেকেরই মন খারাপ ছিলো!কিন্তু আমার মনে বিন্দুমাত্র কোনো আক্ষেপ হয়নি কখনো মনে হয়নি আমার ছেলে সন্তান কেনো হলো না!এজন্য আমি অনেকের সাহায্য থেকে বঞ্চিত হয়েছি।কিছু না বোঝা থেকে আস্তে আস্তে আমি একজন পরিপূর্ণ মা হিসেবে নিজেকে দেখার চ্যালেঞ্জে নামি।তারপর শুরু হয় আমার জীবন যুদ্ধ।

IMG_20241220_153232.jpg

মেয়ে আমার খুবই দুষ্ট ছিলো। সারাদিন রাত কান্নাকাটি করতো দিন রাত ঘুম বলে কোনো শব্দ ছিলো না আমার জীবনে।কষ্ট করেই কেটে গেলো কয়েক বছর।তারপর মেয়ে বড় হলো স্কুলে ভর্তি করিয়ে দিলাম ভাবলাম এবার হয়তো কিছুটা স্বস্তি মিলবে কিন্তু না,তার উল্টোটা ঘটলো! মেয়ের নামে প্রতিদিন অভিযোগ শুনতে হতো স্কুলে গেলেই ঝগড়া মারামারি টিচার কে অতিরিক্ত প্রশ্ন করা এগুলো অভিযোগ শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম।মেয়ে পড়াশোনায় বরাবরই অনেক ভালো ছিলো এদিক দিয়ে কোনো চিন্তা ছিলো না।আর আমি সবকিছু ভুলে মেয়ের পিছনে উঠেপড়ে লাগলাম।পড়াশোনা আর্ট গান সবকিছুই শেখানোর চেষ্টা করতে লাগলাম।

IMG_20241220_153142.jpg

2024-12-20-15-52-09-109.jpg

আমি সবসময়ই মনে করেছি আমার সন্তান আমার সম্পদ সে ছেলে বা মেয়ে সেটা বড় কথা নয়।নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে নিজেদের সর্বোচ্চটা দিয়েই মেয়েকে মানুষ করার চেষ্টা করেছি।ভগবানের আশীর্বাদে মেয়ে বড় হওয়ার সাথে সাথে তার সকল বদঅভ্যেস গুলো ভুলে একেবারে ভদ্র শান্ত হয়ে গেলো।এখন মেয়ে আমার সবচেয়ে ভরসার নাম ও এখন আমাকে জ্ঞান দেয়,আমার দেখাশোনা করে আমার ভালো মন্দ সবকিছুই বোঝে এবং আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে।আমি জানিনা আমার মেয়ে বড় হয়ে কি হবে! তবে এতোটুকু বলতে পারি ও খুবই ভালো মনের একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠেছে আর এটাই আমার জীবনের পরম পাওয়া।শুভকামনা নিরন্তর মা❤️

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং আমার মেয়ের জন্য আশীর্বাদ দোয়া করবেন।

IMG_20240923_143025.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxjKJArHq7pMcxbrR68rpWSk5szypPkRxehi1ennJCAQns4ZHJhX3jZu9bF4dM...QupMZMXmBS4xXZG99M87px48bfqKir7P6LAFLX7xazKN9GzHCW8CsKaSYT34EZ1QWUFNrxTRnr5Kt6t6MpkUnx83wmMV94xMPanMdFywnT1Trh7TnqzMYjNjth.gif

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FWAc9u8UL5qkERyCARdyuGdv36EPPgT9wJkVvkkAyr1Hx9G1H4Xvvi1mVoYy19...vtkDy7mpVPcckyGhJYRYfiAqMQpZAtrvZHLspJwsk9VzQemYw47ATtyLRSBRLDbuUhgUXefAkCkYv7bLLYuXZVfYMWQqp3sxWR2ZH1iXwCqeaxTecywkPUQ6J.jpeg

Comments

Sort byBest