বৃথা চেষ্টা
8 comments
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আমাদের সকলেরই স্বপ্ন দেখার এবং একটি সার্থক ভবিষ্যতের আকাঙ্ক্ষা থাকে। জীবনে সফলতা অর্জন এবং জয়লাভের মূল উপাদানগুলির মধ্যে একটি হলো প্রচেষ্টা। যার মাধ্যমে আমরা নতুন দক্ষতা এবং ক্ষমতা শিখি। কোনো কিছু অর্জন করার জন্য একটি ক্রমাগত এবং দৃঢ় প্রয়াসকেই আমরা চেষ্টা ও প্রচেষ্টা বলে থাকি। আমাদের জীবনে স্বপ্ন দেখা, কিছু করার সম্ভাবনা থাকা, এবং বাস্তবে সেই লক্ষ্য অর্জনের দিকে এদিয়ে যাওয়ার জন্য চেষ্টা ও প্রচেষ্টার প্রয়োজন।কিন্তু তাই বলে যা আমরা সব সময় সব স্বপ্ন পূরণ করতে পারি তা কিন্তু নয়, অনেক সময় দেখা যায় ইচ্ছা ও পরিশ্রম থাকা সত্ত্বেও আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই।ঠিক সেরকমই একটি ঘটনা আজ ঘটেছে।
আমার বাসার পিছনে একটি খালি প্লট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে বৃষ্টির জল জমে থাকে আর কচুরিপানা এবং বিভিন্ন আগাছা দিয়ে ভরা।পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে বেশিরভাগ সময় আশেপাশের সবাই এখানে ময়লা ফেলে আমিও যে দুই একবার ফেলিনি তা নয়..,তবে পারতপক্ষে চেষ্টা করি না ফেলার।তার কারণ হলো আমরা যদি আশেপাশের জায়গা নোংরা করি তার কুফল আমাদেরকেই ভোগ করতে হবে।অতিরিক্ত ময়লা এবং জলের কারণে সব সময় মশার উপদ্রব সহ্য করতে হয়।বিকেল হতে না হতেই বেলকুনির দরজা আটকিয়ে দিতে হয়,তা না হলে সন্ধ্যায় কোনোভাবেই ঘরে টিকে থাকা যায় না মশার অত্যাচারে।এগুলোর হাত থেকে বাঁচতে হলেও আমাদের আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কিন্তু আমরা তা করি না।
প্রতিদিনের মতো আজ সকালে বেলকনিতে গিয়ে গাছগুলো পরিষ্কার করছিলাম, এটা প্রতিদিনই করি বলা চলে।গাছের সাথে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে।হঠাৎ করেই নিচের দিকে তাকিয়ে দেখি নিচের জায়গাটার জল শুকিয়ে গেছে মাঝে মাঝে যেখানে একটু নিচু সেখানে জল জমে আছে। তিনটা ছেলে সেই ময়লা জলের পাশে দাঁড়িয়ে আছে।
ময়লা আবর্জনা আর জলের কারণে ওখানে মাঝে মাঝেই সাপ দেখতে পাই।তাই ওদেরকে দেখে আমি বললাম ওখানে তোমরা কি করছো?আমাকে দেখে বললো মাছ আছে কিনা দেখছি। তখন আমি ওদেরকে বললাম মাছ ওখানে পাবা না বরং ওখান থেকে উঠে আসো কারণ ওখানে অনেক সাপ আছে তাই যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন একটি ছেলে আমাকে বললো এখানে সাপ আছে আপনি কি দেখেছেন? তখন আমি ওকে বললাম প্রতিদিনই দেখি তাই তোমরা ওখান থেকে উঠে আসো।কিছুক্ষণ পরে দেখি ছেলে গুলো ওখানে আর নেই।
দুপুরবেলা হঠাৎ করে বেলকনিতে গেলাম গিয়ে দেখি আবার ওখানে ওই ছেলে তিনটা!হাতে দুইটা বালতি একটা মাটি কাটার কোদাল নিয়ে ওরা ওখানে কি যেনো করছে।তখন আমি ভাবলাম এদেরকে বলে লাভ নাই যা করছে করুক আর কিছু বলবো না।তার কারণ ছেলে গুলো যে খুব একটা ভালো না তা ওদের কথাবার্তার ধরণ দেখেই বুঝেছিলাম।তাই চুপচাপ একটা চেয়ার নিয়ে বেলকনিতে বসলাম ওরা কি করে দেখার জন্য।সবচেয়ে বড় ছেলেটা কোদাল দিয়ে আল কাটছিলো জল যাওয়া জন্য,আর আরেকটা ছেলে বালতি দিয়ে জল ছেঁচতে লাগলো।ও কিছুক্ষণ পর হাঁপিয়ে গেলো তারপর আরেকজন শুরু করলো এভাবে পর্যায়ক্রমে তিনজনই খুব পরিশ্রম করে সব জল ছেঁচতে সক্ষম হলো।তারপর তিনজন মিলে খুব মাছ খোঁজাখুঁজি শুরু করলো কিন্তু মাছ খুঁজে পাচ্ছে না...। দুজন বলছে এখানে আর থাকবো না মাছ নেই শুধু শুধু কষ্ট করলাম!সবচেয়ে বড় ছেলেটা বেশি বেয়ারা টাইপের ও কিছুতেই হাল ছাড়বে না,সে খুজেই চলছে কিন্তু ও মাছ পাবে কোথায়! ওখানে যে মাছ নেই তা ভালো করেই বোঝা যাচ্ছে তারপরও ওর জেদ মাছ ধরতেই হবে।শেষমেশ বাকি ছেলে দুটো রাগ করে চলে যেতে লাগলো।কিন্তু ও হার মানতে নারাজ তার কথা মাছ না পাই সাপে হলেও ধরে নিয়ে বাসায় যাবো....।😆আমি তো ওদের কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম..😆কিন্তু বিষয় গুলো খুব এনজয়ও করেছি।ছোটবেলা এই রকমের অনেক স্মৃতি আছে যা মনে পড়ে গেলো ওদের দেখে।
অনেক খুঁজে যখন কাজ হলো না তখন বড় ছেলেটা একা একা বকাবকি করে ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে গেলো...।তারমানে এটা দাঁড়ালো যে ওদের চেষ্টা পুরোটাই বৃথা ছিলো প্রথমেই যদি ওরা আমার কথা শুনতো তাহলে ওদের এতো পরিশ্রম করতে হতো না।
Comments