গ্রামের প্রকৃতির ফটোগ্রাফি

bristychaki -

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে।

বাংলাদেশের গ্রামগুলোতে প্রকৃতির অপার সৌন্দর্য এবং সহজ-সরল মানুষের জীবনযাপন এক অনন্য রূপ ধারণ করে। গ্রামের প্রতিটি কোণায় লুকিয়ে থাকে কালের স্বাক্ষী নানা গল্প। গ্রামের জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার জন্য কিছু সুন্দর ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

ছায়া

আলোর খেলার মাঝেই ছায়ার সৃষ্টি হয়, আলো ছাড়া ছায়ার কোনো অস্তিত্ব নেই, তাই আলো যেখানে থাকে সেখানে ছায়াও থাকবেই।আমি হাঁটতে হাঁটতে বাগানে গিয়ে রোদে দাঁড়িয়েছিলাম হঠাৎ চোখ পড়তেই দেখি মাটিতে আমার পুরো ছায়া টা পড়েছে যা দেখতে খুবই চমৎকার লাগছিলো তাই সাথে সাথে ক্যামেরা বন্দী করে ফেললাম।

পুকুর

আমাদের বাড়িতে ছোট বড় মিলে মোটা তিনটি পুকুর।আমরা সারাবছর নিজের পুকুরের মাছ খেয়েছি কখনো বাজার থেকে মাছ কিনে খেতে হয়নি।তবে আমান বাবাকে দেখতাম মাঝে মাঝে শখের বশে বাজার থেকে মাছ কিনে আনতো।আমাদের পুকুরে সব ধরণের মাছ থাকতো এখনো আছে।বাড়িতে আসার পর পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে হাঁসের জলকেলি এবং ওদের ঘোরাঘুরি গুলো দেখছিলাম আর খুবই উপভোগ করেছি মুহূর্ত গুলো।

ধান শুকানো

শীতের দিনে রোদের খুবই সঙ্কট তাই খোলা জমিতে কিছু জায়গা পরিস্কার করে নিয়ে।মোটা পলিথিনের উপরে ধান শুকানো হয়।ফুলমিয়া কাকা আমাদের বাড়ির সকলে কাজে নিয়োজিত থাকেন।ফুলমিয়া কাকা ধান শুকানো ধান তোলার কাজে ব্যস্ত আছেন।অনেক দিন পর এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো।

ধানের বীজ

এখন ধান কাটা শুকানো ঘরে তোলার কাজ শেষ এখন আবার ধানের বীজ বপন করা হয়েছে কিছুদিন পর নতুন ধান লাগানো নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে।ধানের বীজ ভিজিয়ে রাখা হয় তারপর যখন ধান গুলো অঙ্কুরিত হয় তখন ভেজা মাটিতে সেই বীজ বপন করা হয়।তারপর এক থেকে দেড় মাসের মতো থাকার পর যখন ধান গুলো বড় হলে জমিতে লাগানো হয়।গ্রামের বাড়িতে সবাই হাঁসমুরগি পোষো তাই ধানের বীজ বপন করার পর চারদিকে নেট দিয়ে ঘিরে রাখা হয় যাতো করে হাঁসমুরগির হাত থেকে রক্ষা পায়।

সুপারি গাছ

সুপারি গাছ একটি বিশুদ্ধ গাছ এই গাছটির অনেক ঔষধি গুনও রয়েছে।বর্তমান সময়ে সুপারি দামেও বেশ চড়া।আমরা ছোটবেলায় দেখেছি দুই তিন টাকায় দশটা সুপারি পাওয়া যেতো অথচ এখন একটা সুপারি পাঁচ টাকা বা এর অধিক দামেও বিক্রি হয়।আমাদের বাড়িতে অনেক সুপারি গাছ আছে সেগুলো বাগান আকারে লাগনো,কিন্তু এবার এসে দেখছি পুকুর পাড় দিয়ে অনেক ছোট ছোট সুপারি গাছ লাগানো হয়েছে।

এই ছিলো আমার আজকের গ্রামের প্রকৃতির কিছু দৃশ্য।আশাকরি আপনাদের ভালো লেগেছে!সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি।

VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।