সুন্দর পৃথিবীতে কত ধরনের সৃষ্টি আছে তা আমরা কেউই জানিনা।তবে মানুষজাতি হলো সৃষ্টির শ্রেষ্ঠ।কিন্তু এই শ্রেষ্ঠ জাতিতেই নিকৃষ্টতা। মানুষের শত্রু অন্য কোনো প্রাণী নয়।নিজেরাই নিজেদের শত্রু। এক্ষেত্রে বাইরের শত্রু থেকে ঘরের শত্রু বিভীষণ বেশি।কথাটার মানে হলো আপনার আপনজনের মাঝেই আপনার শত্রু দেখতে পাবেন। এটা চলেছে আজীবন ধরে। আর এটাই চলবে। তবুও নিজেকে যথেষ্ট শক্ত করে নিজের মত সঠিক পথে চলা উচিত।কত শত বাঁধা বিপত্তি আসবে যেখানে ন্যায় অন্যায় অনেক কিছুর সম্মুখীন হতে হবে। আর নিজেকে দৃঢ় ভাবে গড়ে নিতে হবে।
আপনি ঠিক থাকলে আপনাকে কেউ দমাতে পারবে না।আপনি সঠিক পথে চলুন আল্লাহতায়ালা আপনাকে সঠিক জায়গায় পোঁছাবেন। আর এটাই নিয়তি, এটাই সৃষ্টির মূল লক্ষ্য। যাইহোক পোস্টের বাইরে অনেক কিছুই বললাম।হয়তো অনেকের মনের কথা, নয়তো বাস্তবতা।তবে আজকের অনুকবিতাগুলো ভিন্ন ভিন্ন আঙ্গিকেই লেখা বরাবরের মত।আশা করি আপনাদের ভালো লাগবে।
(১)
চিরচেনা এই শহর আজ বড়ই অচেনা,
তুমিহীন যেন শূন্য হৃদয় কিছুই মানেনা,
অলিতে গলিতে ছিল তোমার বিচরণ,
নেই তুমি আজ প্রিয় হচ্ছে যে মরণ।
(২)
তোমাকে পাওয়ার অপেক্ষায় আমি ব্যাকুল,
তোমার চোখের মায়ায় আমি চঞ্চল,
তোমার হাসির মাঝে নিজের সুখ,
তোমাকে চেয়েছি বলেই পাচ্ছি দুঃখ।
(৩)
আলো ছায়ার মাঝে মিথ্যে মায়া,
কেন ছড়ালে আবেগ ভালোবাসা?
তোমার আমার গল্পটা বড় অসহায়,
মিথ্যে মায়া কি সর্বদায় জিতে যায়?
(৪)
আকাশপানে চেয়ে দেখি তার বিশালতা,
সমুদ্রে খুঁজে যাই কত গভীরতা,
বাতাস উপভোগ করে দেখি কত বেগ আছে,
নিজেকে বলে যাই ভালোবাসি এর চেয়েও বেশি।
(৫)
তুমি চেয়েছিলে বিশালতা,
আমি চেয়েছি ভালোবাসা।
তুমি চেয়েছিলে ছন্নছাড়া,
আমি চেয়েছি বাঁধনে বাঁধা।
তুমি পেয়েছিলে সব,
আমি হারিয়েছি সুখের গাঁথা।
(৬)
আজ বড্ড একা আমি এই ভুবনে,
আছে সব কলরব তবুও নিরবে,
দুঃখগুলো সঙ্গী হলো আপন মনে,
সুখ গুলো পাড়ি দিলো অসীম সীমান্তে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।