New to Nutbox?

বিকেলের নাস্তায় মজাদার চিকেন ডোনাট।

15 comments

bristy1
76
6 days agoSteemit4 min read

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

আজকে শেয়ার করব বেশ মজার আর লোভনীয় রেসিপি। যদিও রেসিপি মানেই লোভনীয় কিছু। লোভনীয় মানেই হলো খাবারের অনন্য স্বাদ।আর আজকে নিয়ে এলাম বিকেলের নাস্তায় সবার প্রিয় চিকেন ডোনাট রেসিপি। এটা খেতে এত মজার হয় যে বারবার খেতে ইচ্ছে করে। আমি অনেকদিন আগে একবার চিকেন নাগেটস আর চিকেন ডোনাট তৈরি করেছিলাম। কিন্তু পরবর্তীতে সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তাই আজকে চলে এলাম আপনাদের মাঝে চিকেন ডোনাটের রেসিপি শেয়ার করার জন্য।

20240716_194310.jpg

চিকেনের আলাদা একটা ফ্লেভার থাকে এই ডোনাটে।একবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করা যায়।তাই অনায়াসেই মন চাইলেই ফ্রিজ থেকে বের করে জাস্ট ফ্রাই করে খেয়ে নেয়া যায়। আমি সেদিন অনেকগুলো তৈরি করেছিলাম।আর কিছু ফ্রিজেও সংরক্ষণ করে রেখেছিলাম।পরে আবার বিকেলে ফ্রিজ থেকে বের করে খেয়েছিলাম।আমার কাছে তো এই রেসিপি বেশ মজা লেগেছে।আপনারা চাইলেই এটা ট্রাই করতে পারেন।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
চিকেন১ কাপ
সিদ্ধ আলু২টি
ডিম২টি
পেঁয়াজকুচি১টি
গোলমরিচগুড়োদেড় চা চামচ
পাউরুটি২ পিস
ছোট রসুন কলি১২টি
আদাবাটা১ চা চামচ
মরিচগুড়ো১ চা চামচ
হলুদ গুড়ো১/২ চা চামচ
জিরাগুড়ো১ চা চামচ
মাংসের মসলা১/২ চা চামচ
লবণ১ চা চামচ
ব্রেডক্রাম্বস২ কাপ
টমেটো সস১ টেবিল চামচ
তেল২টেবিল চামচ
কর্ণফ্লাওয়ার২টেবিল চামচ
তেলভাজার জন্য।

VideoCapture_20240721-000232.jpg

প্রথম ধাপ

প্রথমেই একটি ব্লেন্ডারে নিয়ে নিলাম পেয়াজকুচি আর গোটা রসুন। এগুলো ব্লেন্ড করে নিলাম।তারপর দিলাম আদাবাটা,গোলমরিচগুঁড়া।

20241107_211046.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে গুড়ো মসলাগুলো দিলাম।যেমন মরিচগুড়ো, জিরাগুঁড়ো, হলুদগুড়ো। এবার আবারো ব্লেন্ড করে

20241107_211054.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে সিদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটি বাটিতে তুলে নিলাম।এরপর চিকেনের পিসগুলো আর সামান্য চিনি আর লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম।

20241107_211133.jpg

চতুর্থ ধাপ

এখন ব্লেন্ড করা চিকেনের মধ্যে পাউরুটি ছিড়ে দিয়ে আবার ব্লেন্ড করে তুলে নিলাম আগের ব্লেন্ড করা মিশ্রণের মধ্যে।

20241107_211153.jpg

পঞ্চম ধাপ

এইধাপে কর্ণফ্লাওয়ার, তেল আর টমেটো সস দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নিলাম।

20241107_211210.jpg

ষষ্ঠ ধাপ

হাতে তেল মেখে নিয়ে ডোনাটের শেপ করে সবগুলো তৈরি করে নিলাম।

20241107_211228.jpg

সপ্তম ধাপ

একটি বাটিতে ডিম ভেঙে ফাটিয়ে নিলাম।ডিমের মধ্যে একটি ডোনাট ডুবিয়ে বিস্কুটের গুড়োতে কোট করে নিলাম।এক এক করে সবগুলো ডোনাট তৈরি করে নিলাম।তারপর ৩০মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম।

20241107_211250.jpg

অষ্টম ধাপ

এরপর ফ্রাইপ্যানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে ডোনাটগুলো তেলে দিলাম।ভালোভাবে দুই সাইড ভেজে তুলে নিলাম।

20241107_211327.jpg

পরিবেশন

ব্যাস তৈরি হয়ে গেল চিকেন ডোনাট রেসিপি।

VideoCapture_20240721-001728.jpg

VideoCapture_20240721-001731.jpg

VideoCapture_20240721-001740.jpg

20240716_194303.jpg

20240716_194307.jpg

20240716_194310.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Comments

Sort byBest