DIY(এসো নিজে করি)||পুতি দিয়ে তৈরি ফুলের তোড়া।১০% বেনিফিট লাজুক-শিয়াল।

bristy1 -

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷

প্রিয় বন্ধুরা আজকে আমি হাজির হলাম নতুন জিনিস নিয়ে। আর এই জিনিসটি হয়তো অনেকেই দেখেননি। আমার আজকের এই কাজটি হলো একটি ফুলের তোড়া তৈরি করার কাজ। এটি কোন কাগজ কিংবা অন্য কোনো জিনিস দিয়ে নয় এটি হলো পুতি দিয়ে। আজকে আমি আপনাদের সাথে পুতির তৈরি একটি ফুল ফুলের তোড়া শেয়ার করব যেটির ফুলদানিতে সাজিয়ে ঘরের সৌন্দর্য বাড়ানো যায়।

🖌️প্রয়োজনীয় উপকরণ 🖌️


🌹পুতি🌹
🌹চিকন তার🌹

প্রথম ধাপ

প্রথমে আমি একটি তার নিলাম। তারটিকে মাঝ বরাবর রেখে দুই ভাজ এরমধ্যে বেগুনি রঙের একটি পুতি দিয়ে দিলাম।

পুতি দেয়ার পর পুতিকে ঘুরিয়ে ভাজ করে নিলাম।এরপরে এর নিচে আবার একটি তার নিয়ে এর মধ্যে আরেকটি গোলাপি রঙের পুতি দিয়ে একই ভাবে আমি এগুলোকে মুড়িয়ে আরেকটি ভাঁজ করে নিলাম।

দ্বিতীয় ধাপ

এরপর আমি অপরপাশের যে তার একটি খালি ছিল তার মধ্যে আরেকটি গোলাপি রঙের পুতি নিলাম। একইভাবে আমি এটিকে পেচিয়ে আরেকটি করে নিলাম।

তৃতীয় ধাপ

এভাবে আমি এক এক করে পুতি দিয়ে কয়েকটি ফুল তৈরি করে নিলাম। একটি তারের মধ্যে এভাবে একটি গোলাপি রঙের এবং একটি বেগুনি রঙের পুতি দিয়ে একটি লতা তৈরি করলাম।এতে ২/১ টি লাল রঙের পুতিও দিলাম।

চতুর্থ ধাপ

এরপরে আরেকটি তারের মধ্যে আমি প্রথমে গোলাপি রঙের পুতি দিয়ে পেচিয়ে নিলাম। এরপরে পাশের তারের মধ্যে বেগুনি রঙের পুতি দিয়ে দিলাম।এটিকে আগের মত হাত দিয়ে ঘুরিয়ে পেচিয়ে নিলাম। এবার অপরপাশের অংশেও বেগুনি রঙের পুতি দিয়ে পেচিয়ে নিলাম।

এভাবে আমি এক এক করে ভিন্ন রঙের পুতি দিয়ে আবারও আরেকটি লতা তৈরি করে নিলাম। এখানেও আমি লাল রঙের কিছু পুতি ব্যবহার করলাম।

পঞ্চম ধাপ

একইরকম করে আমি অনেকগুলো লতা তৈরি করে নিয়েছি। আমি মোট মিলিয়ে ৯টি পুতির লতা তৈরি করেছি।

ষষ্ঠ ধাপ

এখন আমি সবগুলো লতাকে হাতে নিয়ে একভাজ করে নিলাম।এরপরে আমি সবগুলো লতার অবশিষ্ট তারের অংশ একসাথে মুড়িয়ে নিলাম।

সপ্তম ধাপ

একসাথে মুড়িয়ে নেয়ার পর আমি এগুলোকে একগুচ্ছ থেকে এক এক করে ছড়িয়ে দিলাম। এখন এটি একটি ফুলের গুচ্ছে পরিণত হয়ে গেল।

তারপরে আমি এটিকে একটি ফুলদানীর মধ্যে বসিয়ে দিলাম।এবারে আমি কিছু ছবি তুলে নিলাম।


আর এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।কেমন লাগলো আমার আজকের এই কাজ অবশ্যই মন্তব্য করে জানাবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই মতামত জানাবেন।
♥️আল্লাহ হাফেজ♥️

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

💦

💦 BRISTY 💦

💦