DIY(এসো নিজে করি)রঙিন কাগজের তৈরি একটি ওয়ালমেট।১০% বেনিফিট লাজুক-শিয়াল এর জন্য।

bristy1 -

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ওয়ালমেট এর একটি সুন্দর ক্রাফট এর কাজ শেয়ার করব৷

আজকের এই ক্রাফট হলো একটি ওয়ালমেট। যেটি আমি রঙিন কাগজের সাহায্যে তৈরি করেছি।চলুন তাহলে বন্ধুরা আজকের কাজ দেখে নিন।

ওয়ালমেট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

মোটা ক্যালেন্ডার

রঙিন কাগজ

সাদা কাগজ

আঠা

কাচি

প্রথম ধাপ

প্রথমে আমি একটি শক্ত রকমের ক্যালেন্ডার নিলাম। এটিকে সাদা কাগজ দিয়ে কভার করে নিলাম।

দ্বিতীয় ধাপ

এরপরে আমি কালো রঙের কাগজ নিলাম। এই বড় কাগজকে মাঝ বরাবর কেটে নিয়ে একটি কোনা থেকে ভাঁজ করে একটি স্টিক বানিয়ে নিলাম। এভাবে আমি চারটি স্টিক তৈরি করে নিলাম।

তৃতীয় ধাপ

এই স্টিকগুলো তৈরি করার পর সাদা কাগজে মোড়ানো ক্যালেন্ডারের চারপাশে একটি করে চারটি স্টিক লাগিয়ে দিলাম। এটি একটি ফ্রেম আকারে তৈরি করে নিলাম।

চতুর্থ ধাপ

এরপরে আমি সবুজ রঙের কাগজ নিলাম। সবুজ রঙের কাগজ কে আমি নিম্নের আকারে ছোট ছোট করে কেটে নিলাম। আমি এখানে কোন মাপ নিলাম না।

পঞ্চম ধাপ

এরপর আমি এই চারকোনা মাপের কাগজের মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিলাম। এরপর আমি এগুলোকে এপিট ওপিট করে ভাঁজ করে আবার মাঝ বরাবর ভাজ দিয়ে দিলাম।এভাবে একটি পাতার আকৃতি করে তৈরী করে নিলাম ।

তারপর একইভাবে আমি অনেকগুলো পাতা তৈরি করে নিলাম। তবে এখানে ছোট -বড় করে পাতাগুলো তৈরি করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

এরপরে আমি কালো রংয়ের একটি কাগজে পেন্সিল দিয়ে একটি গাছ একে নিলাম।কাচির সাহায্যে এই গাছটিকে সুন্দরভাবে কেটে নিয়েছি।

এরপরে আমি ফ্রেম করা কভারটি নিলাম। এর মধ্যে আমি গাছটিকে আঠা দিয়ে বসিয়ে দিলাম।

সপ্তম ধাপ

তারপরে আমি এক এক করে পাতাগুলোকে গাছটির শাখা এবং প্রশাখার বসাতে থাকলাম। এক্ষেত্রে আমি আঠা ব্যবহার করেই বসালাম।

এক এক করে সব গুলো পাতা আমি ধীরে ধীরে বসিয়ে দিলাম। প্রত্যেক ডালে, শাখা-প্রশাখায় সবগুলো পাতা বসানো হয়ে গেল।

অষ্টম ধাপ

তারপরে আমি কালো কাগজে একটি ঘর একে এটিকে সুন্দর করে কেটে নিয়েছি। কাটার পর আঠা দিয়ে গাছের নিচের এক পাশে বসিয়ে দিলাম।

নবম ধাপ

এরপরে আমি হলুদ রঙের কাগজ কেটে নিলাম। হলুদ রঙের কাগজ কাটার পরে আমি ঘরের চালের উপরে বসালাম। জানালায় বসলাম তারপর আমি দরজায় বসিয়ে দিলাম।

এভাবে হলুদ রঙের কাগজ দিয়ে ডিজাইন করে নিলাম। এরপর আমি কালো রঙের কাগজকে ছোট করে কেটে জানালার মাঝ বরাবর দিয়ে দিলাম।

দশম ধাপ

এভাবে আমি ঘরের কাজ সম্পন্ন করলাম।তারপরে আমি কলমের সাহায্যে ঘরের জানালায় কিছু কাজ করে নিলাম।পুরো ঘরের সম্পূর্ণ ডিজাইন শেষ করে নিলাম।

আমার কাজটিও সম্পূর্ণ করলাম। এখন আমার এই ওয়ালমেট সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমি এটি আপাতত টেবিলের উপরে রেখে দিলাম। কারণ এটি টেবিলের উপরেই সুন্দর মানিয়েছে।

আপনাদের কাছে এই ওয়ালমেট কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কিন্তু।অপেক্ষায় থাকবো আমি আপনাদের মতামতের জন্য।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

💦

💦 BRISTY 💦

💦