স্পেশাল ক্রিমি কুনাফা রেসিপি।

bristy1 -

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

আজকে আপনাদের মাঝে একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। স্পেশাল কুনাফা রেসিপি। হয়তো কেউ কেউ খেয়েছন।তবে এক্ষেত্রে আমি কিছুটা ব্যতিক্রম করেছি। স্বাভাবিকভাবে এটাতে ক্রিম চিজ ব্যবহার করা হয়।আমি বাজারে খুঁজেও পাইনি, তাই ব্যবহার করতে পারিনি। এজন্য আমি ক্রিমটা তৈরি করতে কর্ণফ্লাওয়ার ব্যবহার করেছি। তবে পারফেক্ট কুনাফার স্বাদ পেতে হলে অবশ্যই ক্রিম চিজ ব্যবহার করতে হয়। তবে আমার তৈরি করা স্পেশাল এই কুনাফার স্বাদও ছিল দারুণ।দুই লেয়ারের সেমাইয়ের মাঝখানে ক্রিমি একটা দুধের লেয়ার, খেতে দারুণ মজা ছিল। এই রেসিপিটা আমি অনেক আগে করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। যাইহোক কেমন লেগেছে জানাতে ভুলবেন না আশা করি।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
তরল দুধ২ কাপ
লাচ্ছা সেমাই২প্যাকেট
গুড়ো দুধ১ কাপ
কন্ডেন্সমিল্ক১/২ কাপ
পাউডার সুগার১ কাপ
কর্নফ্লাওয়ার৩টেবিল চামচ
ঘিদেড় টেবিল চামচ
ফুডকালার১/২ চা চামচ

প্রথম ধাপ

প্রথমে দুই প্যাকেট লাচ্ছা সেমাই একটি বাটিতে ঢেলে নিলাম এবং হাত দিয়ে গুঁড়ো করে নিলাম।

দ্বিতীয় ধাপ

এইধাপে কমলা রঙের একটুখানি ফুড কালার সেমাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম।

তৃতীয় ধাপ

এইধাপে কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। তারপর এর মধ্যে ফুড কালার দিয়ে মিক্স করা সেমাই দিয়ে দিলাম।

চতুর্থ ধাপ

এভাবে পাউডার সুগার এবং গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর একটি বাটিতে গরম অবস্থায় তুলে নিলাম।

পঞ্চম ধাপ

এই ধাপে একটি বাটিতে ঘি ব্রাশ করে নিলাম। বাটিটা পুডিং তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর এই গরম গরম ভাজা সেমাই গুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম। অর্ধেক পরিমাণ সেমাই দিয়ে প্রথমে নিচের স্তর তৈরি করে নিলাম।

ষষ্ঠ ধাপ

এই ধাপে দুই কাপ দুধ কড়াইতে দিয়ে দিলাম। তারপর এক এক করে গুঁড়ো দুধ হাফ কাপ এবং চিনি গুড়ো হাফ কাপ দিয়ে দিলাম।

সপ্তম ধাপ

এখন কনডেন্স মিল্ক হাফ কাপ এবং তিন টেবিল চামচ পরিমাণ কনফ্লাওয়ার দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম। দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা অনেকটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিলাম।

অষ্টম ধাপ

এই ধাপে পূর্বে সেট করার সেমাইয়ের স্তরের উপরে এই ক্রিমের লেয়ার দিয়ে দিলাম।

নবম ধাপ

এই ক্রিমের উপরে আবারো সেমাইয়ের যে মিশ্রণ ছিল বাকি অর্ধেকটা সেটাই দিয়ে দিলাম। ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন ফ্রিজে রেখে দিলাম দুই ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে একটি প্লেটের মধ্যে খুব সুন্দর করে উল্টে তুলে নিলাম যাতে করে ভেঙে না যায়।

পরিবেশন

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

💦

💦 BRISTY 💦

💦