আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি। এই পোস্টটির টাইটেল এবং ছবি দেখে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি ছিল। সচরাচর বিভিন্ন কাগজে বা দেয়ালের উপর আর্ট করা হয়ে থাকে। আর আজকে চলে এলাম ক্যানভাস পেপারে আর্ট বা পেইন্টিং নিয়ে।ক্যানভাস পেপারে অনেক দিন হলো আর্ট করা হয় না।কারণ আর্ট করতে হলে বেশ অনেকটা সময় আলাদাভাবে দিতে হয়। এখন অন্যান্য কাজ কর্ম সেরে এতটাই ব্যস্ততা যার কারণে পেইন্টিং করা হয় না।
অনেকদিন পর আজকে একটা পেইন্টিং নিয়ে আসলাম।আসলে দাদার ডাই প্রজেক্টের উইক চলাকালীন এটা করেছিলাম।কিন্তু দুখের বিষয় হলো তখন সেটা পোস্ট করতে পারি নি। তাই আজকে চলে আসলাম।আজ সারাদিনই ব্যস্ত ছিলাম তাই সকাল থেকে পোস্ট রেডি করার সুযোগ পাইনি। মাত্র কাজ শেষ করে রেস্ট নিতে নিতে পোস্ট রেডি করলাম।যাইহোক কথা আর না বাড়িয়ে শুরু করা যাক।
পেইন্টিং এর জন্য উপকরণসমূহ |
---|
প্রথম ধাপ |
---|
প্রথম ধাপে আমি পেন্সিল দিয়ে ক্যানভাসের উপরে ফুলসহ ফুলের টব এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
এই ধাপে আমি উপরের অংশে একদম হালকা গোলাপী কালার দিয়ে রঙ করে নিলাম।
তৃতীয় ধাপ |
---|
এখন আবার গাঢ় ব্রাউন কালার নিয়ে নিচের অংশটা রঙ করে নিলাম।
চতুর্থ ধাপ |
---|
এই ধাপে কমলা রঙ দিয়ে ফুলের বাইরের অংশ রঙ করে নিলাম।
পঞ্চম ধাপ |
---|
এই ধাপে হালকা হলুদ আর কমলা রঙ দিয়ে ফুলের ভিতরের অংশ রঙ করে নিলাম।আবার বড় যে ফুলটা আছে সেটা রঙ করলাম।
ষষ্ঠ ধাপ |
---|
এখন কিছু পাতা আর কান্ড এঁকে নিলাম সবুজ এবং হলুদ রঙ মিলিয়ে।কিছু পাতাও এঁকে নিলাম।
সপ্তম ধাপ |
---|
এখন বাকি যে পাতাগুলো ছিল সেগুলো রঙ করে নিলাম।তারপর টবটাকে হালকা বেগুনী কালার দিয়ে রঙ করে নিলাম।
ফাইনাল আউটলুক |
---|
এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা পেইন্টিং।ফুলের টবে কিছু ফুল নিয়ে একটা ক্যানভাস পেইন্টিং।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।