সেদিন সন্ধ্যা পর্যন্ত প্রায় অনেকটা সময় বীচে ছিলাম। লাল আভা আকাশে যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্তই আমরা বীচের পাড়ে বসে ছিলাম। কারণ এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছিল। তারপর সবাই মিলে লাবনী বীচের মার্কেটের দিকেই চলে গেলাম। কারণ সেখানে ঘোরাঘুরি করব যদি পছন্দ হয় পছন্দ মত কিছু জিনিস কিনবো। লাবনী বীচের মার্কেট যেহেতু একদম বীচের কাছাকাছি সেজন্য আমরা বীচ থেকে ঢুকে গিয়েছিলাম সেখানে।
কক্সবাজার সমুদ্র সৈকত মানে হলো ঝিনুকের খোলামেলা পরিবেশ। এখানে অনেক ধরনের ঝিনুক, শামুক এবং বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছিল। এগুলো দেখে বেশ ভালো লাগছিল । আমি অনেকক্ষণ যাবত ঘুরাঘুরি করে বেশ কিছু ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি গুলো দেখতে আসলেই আলাদা একটা ভালো লাগে। এগুলো যদিও কেনা হয়নি তবুও অনেকগুলো ফটোগ্রাফি আমি সেখান থেকে ধারণ করেছিলাম।
ছোট বড় কত সাইজের শামুক ছিল। তার পাশাপাশি স্টার শামুক গুলো ছিল এবং ঝিনুকের মালা থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী অনেক কিছুই সেখানে তৈরি করা হয়েছে। যদিও এগুলোর প্রাইজ অনেক বেশি দাবি করে পর্যটকদের কাছে। তবে আমাদের যেহেতু এত দূর থেকে কোন কিছু নিয়ে এসে ঘর সাজানো সম্ভব নয় সেই হিসেবে আমরা কোন কিছুর দাম দেখিনি। যাই হোক আমরা ভেতরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের সাথে সাথে নিভৃত হাত ছেড়ে দিয়ে একা একাই হেঁটে যাচ্ছে যেন সে সবকিছুই চেনে হাহাহা।
লাবনী বীচের বাইরে আমরা ফুচকা খাওয়ার জন্য বসলাম। ফুচকা খেয়ে তারপর চলে গেলাম রাজা চায়ের ওখানে। গিয়ে বেশ ভালোই মুহূর্ত এনজয় করেছিলাম। যেহেতু আমরা পূর্ববর্তী সময়ে অনেকবার গিয়েছি তাই আবার গিয়ে বেশ ভালো আনন্দ করেছি। আমরা যেহেতু আগে থেকেই কিছু চা ট্রাই করেছি সেই হিসেবে অন্যান্য চা গুলো ট্রাই করার জন্য ভাবিকে বললাম। তিনি তার পছন্দমত চা অর্ডার দিলেন। আমরা সবাই নিয়েছিলাম একই চা। তবে আমাদের পাশে যে ভাইয়া ছিল তিনি আবার রং চা নিয়েছেন। তিনি সব সময় রং চা খেতেই পছন্দ করেন।
যাই হোক সেখানে বাইরে বসে চা খাচ্ছিলাম আর গান শুনছিলাম। সবাই মিলে বেশ ভালো মজাই করেছিলাম সেদিন। চা টা অনেক গরম ছিল আর কথা বলতে বলতে চা খেতে খেতে বেশ আড্ডা জমে গিয়েছিল। তারপর আমরা সেখান থেকে বাসায় ফিরে এলাম এবং রাতের খাওয়া দাওয়া করে ঘুম দিলাম।কারণ পরের দিন সকাল সকাল বেরিয়ে আবার বীচে আসতে হবে সেজন্যই। এই ছিল আমাদের প্রথম দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটানো মুহূর্ত।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।