কবিতা বা অনুকবিতা যেটাই হোক না কেন আমি নিজের অনুভূতি গুলো মিশিয়ে লিখতে বেশ পছন্দ করি।যদিও আমি নিজেকে কবি বলতে ইচ্ছুক নই।কারণ আমার লেখার হাত খুব বেশি ভালো না সেটা জানি।তবুও চেষ্টা করতে বাঁধা নেই, কেউ দেয়নি বাঁধা।তাই নিজ প্রচেষ্টায় আর আপনাদের সকলের ভালোবাসায় ছোটোখাটো কবিতা বা অনুকবিতা লেখার চেষ্টা করি।বরাবরের মত হাফিজ ভাইয়া এবং দাদার অনুপ্রেরণাতেই কবিতা লিখতে ভালো লাগে।মাঝে মাঝে তাদের সাথে কবিতা নিয়ে ডিস্কোর্ডে কতই না মজা হয়েছে।কিন্তু এখন অন্যান্য কাজের চাপে সেই মজা আর হয় না।তবে আমি চেষ্টা করি সর্বোচ্চ যাতে আমার লেখা কবিতা পড়ে কারো অস্বস্তি না হয়। ভালো না হলেও খুব বেশি খারাপ না সেটা আমিও জানি।তবুও চেষ্টা করছি লেখার জন্য।
যাইহোক অনেক কথাই বলে ফেললাম।আজকের অনুকবিতাগুলো শেয়ার করা যাক।
(১)
নিশ্চুপ মন ফিরে ফিরে তাকায়,
চারিপাশ যেন আজও নিস্তব্ধ,
মনের আঙিনাও আজ বিষাদগ্রস্ত,
পরিণয়ে নেই কোনো প্রণয়।
(২)
শীতের উষ্ণ ছোঁয়া ভালো লাগে ভীষণ,
সকালবেলার মিষ্টি রোদের নেই শুধু পিছন,
বিকেলের গোধূলি পাগল করে আমায়,
রাতের শীতের কাঁথার নিচে আমায় কে পায়।
(৩)
উষ্ণ আবেগে বেঁধেছি তোমায়,
তোমার তরেই আমার শত চাওয়া।
তুমি আমার মনের বাগানে সদ্য ফোটা ফুল।
তোমায় আমি ভালোবেসে করিনি তো ভুল।
(৪)
আলো আঁধারে লুকোচুরি খেলা,
সূর্য চাঁদের নেই কোনো মিলন মেলা,
তবুও যেন আলো ছড়িয়ে দেয় দুজনে,
আঁধার জীবন আলোকিত করে আপন মনে।
(৫)
দীর্ঘশ্বাসগুলো আজও পথ খুঁজে পায়নি,
পায়নি কোনো হতাশাছাড়া জীবন,
দুঃখ কষ্ট আকড়ে ধরা জীবন এখন নির্বাক,
হতাশায় ভুগছে সব, নিদারুণ ছোঁয়ায় বিস্ফোরণ।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।