হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।বেশ কিছুদিন আগে আমি আর স্বাগতা গিয়েছিলাম mba chiwala তে।কি নাম টা শুনে একটু অদ্ভুত লাগছে তো?যদিও ইন্ডিয়ানদের কাছে অদ্ভুত লাগবে না কারণ তারা এই বিষয়ে অবগত।কিন্তু আমার ওপার বাংলার বন্ধুদের কাছে অদ্ভুত তো লাগছেই।
mba chaiwala ভারতের একজন যুবকের স্বপ্নের ফসল।শূন্য থেকে চূড়ায় উঠার এক অনুপ্রেরণামূলক গল্প হলে ও সত্যি।এই mba chaiwala নামের পিছনে একটা গল্প আছে।
প্রফুল্ল বিলোর মধ্যপ্রদেশের একজন সফল যুবক উদ্যোক্তা।তিনিই mba chaiwala চেইন টি শপ franchise এর মালিক।ছোটবেলা থেকেই মা বাবা এর মতো প্রফুল্ল ও প্রচুর অর্থ উপার্জনের স্বপ্ন দেখতো।কিন্তু কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে সেটা তাদের কোনো ধারণা ছিলো না।প্রফুল্ল বিলোর নামকরা প্রতিষ্ঠান থেকে MBA করতে চান।তার ধারণা ছিলো নামকরা প্রতিষ্ঠান থেকে MBA করতে পারলে বড় বেতনের চাকরি পাওয়া যায়।সেই লক্ষ্যে তিনি গুজরাটে আসেন।
তাকে ভালো ইউনিভার্সিটি তে ভর্তি হতে গেলে CAT এক্সাম এ qualify করতে হতো।কিন্তু দুঃখের বিষয় দুইবার চেষ্টা করেও প্রফুল্ল qualify হতে পারেননি। পরে অবশ্য অন্য প্রতিষ্ঠানে MBA তে ভর্তি হন।কিন্তু কয়েক মাস ক্লাস করে MBA ছেড়ে দেন।কারণ তার মনে হয়েছিলো যে MBA করে বড় কোনো চাকরি পাওয়ার কোনো গ্যারান্টি নেই।তাই পকেটের ৮০০০ টাকা নিয়ে SG highway কাছে খুলে বসেন নিজের টি স্টল।
আর প্রথম দিনেই ৩০০ টাকা লাভ করে। এখান থেকেই শুরু mba chaiwala এর বিজয় যাত্রা।এখন প্রতিবছর কয়েক কোটি টাকা টার্নওভার তার ব্যবসার।সারা ভারত জুড়ে একশো এর অধিক আউটলেট আছে mba chaiwala এর।
এই শপে মেইনলি veg item পাওয়া যায়।যদিও এটা চা স্পেশাল শপ তাও স্নাক্স হিসেবে বেশ কিছু আইটেম রয়েছে। রেস্টুরেন্ট এ খাওয়ার ব্যাপারে আমাদের ক্যাপ্টেন হলো স্বাগতা। ওর নির্দেশনায় আমরা রেস্টুরেন্ট এ খেতে যাই।তাই এই mba chaiwala তে ও যাওয়া তার জন্য।
এই শপের দেওয়ালে বেশ কিছু অনুপ্রেরণামূলক উক্তি ও ছবি রয়েছে।চা খেতে খেতে এইগুলো দেখতে আলাদা একটা ফিল হয়।বেশ সুন্দর environment এই শপের মধ্যে।কিছুক্ষন আড্ডা দেওয়ার জন্য ও একটা আদর্শ জায়গা।আমি নির্দ্বিধায় বলবো এটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে।
আমরা পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই,আইস লেমন টি,কিটক্যাট shake ও একটা চা নিয়েছিলাম।প্রত্যেকটি আইটেম এর স্বাদ ভালোই ছিলো।যাইহোক ভালো জায়গা এটা বলবো।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |