১৮ নভেম্বর।।২০ নভেম্বর ২০২৩
35 comments
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।১৮ নভেম্বর আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন হয়ে রইলো।নতুন জীবনের পথ চলা শুরু।ভালোবাসার মানুষ যখন অর্ধাঙ্গিনী হয়ে আসে তার থেকে সৌভাগ্যের আর কিছু নেই।আর স্বাগতা যেমন মেয়ে সেটা আমাদের পরিবারে আগের দুটো বউয়ের মতোই লক্ষ্মী।
নতুন মানুষ নতুন জীবন একদম নতুন পরিবেশ।জানি একটা মেয়ের পক্ষে ভীষণ কষ্টকর সব কিছু ছেড়ে নতুন করে সবাইকে আপন করে চলা।কিন্তু মেয়েরা মহামায়া সব পারে।আর এতো অবিশ্বাস্য ভাবে এতো সুন্দর ভাবে পারে যে অবাক হওয়া ছাড়া আর কিছুই করার নেই।আশা রাখছি স্বাগতা সবাইকে নিয়ে খুব ভালো থাকবে। আমার বিশ্বাস ও পারবে।কারণ ও এমন একটি পরিবার চেয়েছিল।
নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগে।সেটা ওকে অবশ্যই দিতে হবে।এই সময়টা খুব কঠিন।এই কঠিন সময়ে আমি ওকে স্বামী হিসেবে একজন বন্ধু হিসেবে পাশে রইলো।আমার পরিবার ওকে ঘিরে রাখবে।আমার দুই বৌদি ওকে নিজের ছোট বোনের মতোই আগলে রাখবে আমি সে বিষয়ে সুনিশ্চিত।এখন থেকে আমৃত্যু আমি স্বাগতার সাথেই থাকবো।ওর সব কিছুতেই আমাকে পাবে।আমরা দুজন অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই মহেন্দ্র ক্ষণে পৌঁছেছি।তোমাকে সিঁদুর পরিয়ে আমার করে নিলাম।তুমি তো এটাই চেয়েছিলে সব সময়।অনেকে তোমাকে ভুল বুঝতে পারে কিন্তু আমি জানি তোমার মত করে মানুষ কে ভালোবাসার ক্ষমতা খুব কম লোকেরই আছে।তুমি সেরার সেরা আমার কাছে।আর সারাজীবন সেটাই থাকবে।তোমার কোনো বিকল্প নেই।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Take it out and let it go.
Creativity and Hard working. Discord
Comments