গঙ্গা ঘাটের ফটোগ্রাফি।।২৭ মে ২০২৩
14 comments
হ্যালো বন্ধুরা, কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটা ফটোগ্রাফি পোস্ট করতে চলেছি।এখন মোটামুটি বর্ষার মরশুম চলছে আর বাংলায় বর্ষা ও ঢুকে পড়েছে। বর্ষাকাল কবিদের বড় প্রিয় ঋতু।আমার কাছে বর্ষাকাল ভালো লাগে আবার খারাপ ও লাগে।বিশেষ করে গ্রামে থাকলে আমার কাছে বর্ষাকাল খুব প্রিয়।কিন্তু শহুরে জীবনে আমি বর্ষাকাল খুব একটা পছন্দ করি না।ছোটবেলায় বর্ষাকাল নিয়ে একটা অন্যরকম অনুভূতি ছিলো।সেই বর্ষা শুরু হলেই ফুটবল নিয়ে মাঠে আমরা সবাই ছুটে যেতাম।বৃষ্টির মধ্যে একটা আলাদা সুখ ছিলো ফুটবল খেলে।সময়ের সাথে সাথে সেই সব সোনালী দিনগুলো ও হারিয়ে গেছে। যাই হোক আজকে বেশ কিছুদিন পর আহিরীতলা গঙ্গার ঘাটে গেছিলাম।গঙ্গার ঘাট একটা আলাদা ভালোলাগার জায়গা।এখানে এলে মনটা যেমন ভরে যায় তেমনি চিন্তা চেতনায় একটা পবিত্র ভাব ও চলে আসে।
আজকে গঙ্গার ঘাটে আমি আর স্বাগতা দু'কাপ চা নিয়ে বসে গল্প করছিলাম।বিশাল মন জুড়ানো ঠান্ডা হাওয়া হচ্ছিলো।অসম্ভব একটা সুন্দর পরিবেশ ছিলো তখন।এরপর একটু একটু বর্ষার ফোঁটা পড়তে শুরু করলো।তারপর ক্রমশ হাওয়ার তীব্রতা বাড়তে থাকলো।সেই সময় আকাশ ও গঙ্গার কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম সেগুলো আপনাদের মাঝে ভাগ করে নিতে চলেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
উত্তর কলকাতা
OnePlus 10R
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Take it out and let it go.
Creativity and Hard working. Discord
Comments