আজকে কুমোরটুলিতে।।১২ ফেব্রুয়ারি ২০২৪

blacks -

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই কে শুভেচছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আর দুই দিন পর বাণী বন্দনায় মেতে উঠবে পুরো বাঙালি সমাজ।শিল্প সাহিত্য সঙ্গীত ও যেকোনো সৃজনশীল কাজে মা সরস্বতী কে বন্দনা করা হয়।আজ ও মনে পড়ে ছোটবেলায় সেই সব দিনগুলি।সকাল সকাল ঘুম থেকে ওঠে স্নান করে সবাই রেডী হয়ে যেতাম।আর অপেক্ষা করতাম কখন ঠাকুর মশাই আসবে।আমাদের পাড়ায় একটা অংশে মতো ১৬ টা বাড়ি পাশাপাশি বসবাস করে।আর মোটামুটি সব পুজো এমনকি সরস্বতী ও সবাই মিলে একটা বটতলায় করা হয়।আমাদের পুজোর উদ্যোক্তারা চেষ্টা করতো তাড়াতাড়ি ঠাকুর মশায় কে আনতে।যাতে করে আমরা সবাই তাড়াতাড়ি অঞ্জলী দিতে পারি।আর অঞ্জলী দিতেই মুড়ি নারকেল গুড় দিয়ে খেয়ে মজা পাই।

আজকে আমি আর স্বাগতা মিলে গিয়েছিলাম কুমোরটুলি তে।এই কুমোরটুলি হলো বিখ্যাত প্রতিমা তৈরির জায়গা।এখানে সব বিখ্যাত পাল বংশের লোকেরা প্রতিমা তৈরি করে।আর দেশ বিদেশে বিখ্যাত প্রতিমা পাঠানো হয়।সত্যি বলতে এখানে গেলে সব সেরা সেরা প্রতিমা দেখা যায়।

আজকে কিছু অসাধারণ প্রতিমা দেখলাম।আর দেখলাম সবাই কত আনন্দ আর উৎসব নিয়ে ঠাকুর নিয়ে বাড়ি যাচ্ছে।দেখেই মনটা সত্যি একপ্রকার ভালো হয়ে যায়।সেই সব কিছু ফটোগ্রাফী আমি শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।

VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।



|| Community Page | Discord Group ||


Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord