দেশ বিভাগের যন্ত্রণা
4 comments
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি দেশ বিভাগ ও তার জন্য যে বৃহৎ রাজনৈতিক সমস্যা শুরু হয়েছিলো।যে অস্থিরতা ও মানবিক যন্ত্রণা শুরু হয়েছিল সেই বিষয় নিয়ে ক্ষুদ্র আলোচনা করবো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য একপ্রকার টলে যায়।বিপুল যুদ্ধকালীন খরচ ও ভারতীয় উপমহাদেশে স্থানীয়দের তুমুল অসযোগ ব্রিটিশ দের এক প্রকার বাধ্য করে ভারত ছেড়ে যেতে।তাই ভারতের শেষ গভর্নর লর্ড মাউন্টব্যাটেন ধর্মের ভিত্তিতে ভারত কে ভাগ করে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক দেশের স্বীকৃতি দেয়।
যারা হিন্দু ভারত তাদের জন্য আর যারা মুসলিম পাকিস্তান তাদের জন্য।এই রকম একটা বিষয় দাঁড়িয়ে যায় এবং এটা একটা মারাত্মক সাম্প্রদায়িক রূপ নেয়।এর ফলশ্রুতিতে পাঞ্জাব পূর্বপাকিস্তান কলকাতার বিভিন্ন জায়গায় ব্যাপক ডাঙ্গা বেঁধে যায়।দেশভাগ এর যন্ত্রণা বয়ে বেরিয়েছে বহু মানুষ।নিজের জন্মস্থান ছেড়ে অন্য স্থানে সর্বস্ব খুইয়ে নিঃস্ব এর মতো ঘুরে বেরিয়েছে।
এবার বাংলা আর উপর বাংলার বহু মানুষ অনিচ্ছার থাকলে ও জন্মভিটা ছেড়ে পালিয়ে এসেছে।তারপর শুরু সত্যিকারের কঠিন জীবন সংগ্রাম।উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নানান সিনেমায় সেই যন্ত্রণার কথা ফুটে উঠেছে।তিনি নিজে ও একটা রিফিউজি ছিলেন।জীবনে কঠিন ভাবে অনুভব করেছেন দেশ ভাগের যন্ত্রণা।যা তাকে মৃত্যুর আগ পর্যন্ত তাড়া করে বেরিয়েছে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
Comments