হঠাৎ বৃষ্টি স্মৃতি কে জাগিয়ে দেয়।।১৫ অগাস্ট ২০২২।।

blacks -


Taken from pixabay


হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।গতকালকের কিছু অনুভূতির কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।সময় এগিয়ে যায় বদলায় চারপাশ কিন্তু অনুভূতি ও স্মৃতির কোনো পরিবর্তন হয় না।সেই রকমই কিছু অনুভূতি কিছুটা স্মৃতি আজকে মনের কোণে ভেসে উঠছে।আজকে ঘুম থেকেই উঠে দেখি অঝোরে বৃষ্টি পড়ছে।মোটামুটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির আয়োজন যে বেড়ে গেল।

যেহেতু আজকে এই অবিশ্রান্ত বৃষ্টি দিনকে বাদলা বলে।আজকাল এই রকম বদলা দিন দেখাই যায় না।তবে আমার ছোটবেলায় বর্ষাকাল এলেই প্রায়ই এইরকম বাদলা নেমে যেত।কিন্তু আজকাল শহুরে জীবনে এই জিনিসটা খুব কম দেখি।আমার মনে হয় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটছে।যা সমগ্র পরিবেশের জন্য একটা বিরাট প্রভাব ফেলছে।প্রত্যেক ঋতুর সময়কাল ও নিজস্ব বৈশিষ্ট্য এর যে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে তা আমাদের মানব জীবনকে ও দারুণভাবে প্রভাবিত করছে।

Image[source]

আজ কেন জানি না হঠাৎ করেই বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করলো।গত মাসে পর পর দুবার ঠান্ডায় বেশ ভুগেছি।তাই প্রথমে ভাবলাম যা যাওয়া ঠিক হবে না।পরে আর কিছু না ভেবেই চলে গেলাম ছাদে।একটু বৃষ্টি গায়ে লাগতেই বেশ শীত করতে লাগলো।কারণ প্রচুর হাওয়া বইছিল।কিছুক্ষণ ছাদের এইদিক থেকে ঐদিকে ঘুরতে লাগলাম।বেশ ভালোই লাগছিলো ,বেশ ঠান্ডা ও লাগতে শুরু করলো।এরপর ছাদের মধ্যিখানে কিছুক্ষণ বসে বৃষ্টিতে ভিজতে লাগলাম।হঠাৎ করেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো।সেই শৈশব সেই দুরন্তপনা,কত ভালো ছিলো সেইসব দিন গুলি।হৃদয়ে কোনো ভার ছিলো না ,মস্তিষ্কে কোন টেনশন ছিলো না।সব সময় একটা উৎফুল্লতা একটা ভালোলাগা কাজ করতো।

বৃষ্টি পড়লে সব বন্ধুরা মিলে ফুটবল নিয়ে নদীর কাছে মাঠে খেলতে যাওয়া।নদীতে ঝাঁপ।নদীর উষ্ণ জলের স্পর্শ ,এখনো স্মৃতির একদম অক্ষয় হয়ে আছে।বড়শি দিয়ে মাছ ধরতে যেতাম পুকুরে বৃষ্টি নামলেই।বড়শি দিয়ে মাছ ধরতে ভীষণ ভালোবাসতাম।

আজ সময়ের নিয়মে সব বদলে গেছে।বদলে গেছে জীবনের প্রত্যেকটা অভ্যাস।চিন্তায় ও পরিবর্তন আসতে শুরু করেছে।কিন্তু মনটা এখনো সেখানে যেতে চায়, হাজার হলেও বাল্যকাল কেটেছে।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join Heroism Discord Server for more Details ||


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।



|| Community Page | Discord Group ||


Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord