আমার কবিতার খাতা থেকে: সংগ্রামী প্রিয় নারী

blacks -

Taken from my stock.previous used as PP




সেই তুমিও লড়ে যাও
তোমার ঘর তোমাকে শোনায়
পরাধীনতার গান তুমি ভেঙে যাও,
সেই শব্দ কেউ শোনে না
তোমাকে কে দেবে শক্ত হাত?
তবুও তুমি চোখের অশ্রু
বন্ধক রাখো দুঃসময়ের দরবারে,
একদিন তুমি হেসে বলবে
ঝড় থেমে গেছে,
আমি তোমাকে একটা কবিতা
উপহার দেবো সুন্দর সকালে।

প্রিয় বন্ধু কেমন আছো?
আশা করি ভালো আছো
বলতে পারি না তোমাকে,
তুমি নারী বাঙালির নারী,
এক নারী হাতে তরবারি
সে তুমি নও জানি।
তোমার ময়দান জুড়ে
শিক্ষার স্লোগান নারী মুক্তির
এক অব্যাহত আহ্বান।
তোমার কলম তোমার তরবারি
টুকরো টুকরো হোক
সব পরাধীনতার শয়তান।




Taken from my stock.previous used as PP


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।



|| Community Page | Discord Group ||


Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

।।