হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে কবিতা একটু অন্য স্বাদের।তবু আশা করি ভালো লাগবে আপনাদের।
ভালোবাসা, একদিন ছিল পূজার প্রদীপ,
যেখানে স্বপ্নের আলো জ্বলে নিরবধি।
আজ সেই প্রেমের পথ, কাঁটায় ভরা,
বিশ্বাসঘাতকতার ছায়ায় ঢাকা।
তুমি ছিলে আমার হৃদয়ের দেবতা,
তোমার নামে গাঁথা ছিল জীবনের কথা।
কিন্তু সমাজের মুখোশপরা মুখ,
তোমার চোখে ঢেলে দিল বিষাক্ত দুখ।
বন্ধুর বেশে যারা হাত বাড়ালো,
তাদের হাসির আড়ালে ছুরি চালালো।
বিশ্বাস ভেঙে টুকরো হলো হৃদয়,
ভালোবাসার গানে যোগ হলো বিষাদময়।
তবুও আমি থেমে যাই না, জানো?
এই ক্ষত থেকে উঠে আসে আগুনের গানো।
বিশ্বাসঘাতকতা যে শেখায় আমাকে,
ভালোবাসা আবারও খুঁজে নিতে কাকে।
সমাজ যতই অন্ধকারে মিশুক,
ভালোবাসা কখনও হবে না নিঃশুক।
কারণ হৃদয় জানে, একদিন ফিরে আসবে,
সত্যিকারের প্রেম, বিশ্বাসের আলোয় ভাসবে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |