পুরোনো দূর্গা ঠাকুরের ফটোগ্রাফি।।১৯ সেপ্টেম্বর ২০২৩
9 comments
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে দুর্গোৎসব হলো সবার শ্রেষ্ঠ।বলতে গেলে সারা বছর বাংলার সব বয়সী ছেলে ও মেয়েরা এই ৫ টা দিনের জন্য অপেক্ষা করে থাকে।একটা কথা সত্যি যে পুজোর জন্য দিন গুনে অপেক্ষা করা টায় বেশি মজার কারণ পুজো এলেই চোখের নিমিষে শেষ হয়ে যায়।আমাদের ছোটবেলায় যখন হিসাব করে দেখতাম আর ৪০ দিন পরই পুজো আর বুকের মধ্য দিয়ে একটা শীতল শিহরণ জেগে যেতো।হাওয়ায় একটা পুজোর গন্ধ পেতাম।আর নতুন জামাকাপড় কেনার সে কি আনন্দ সত্যি বলে বোঝানো যাবে না।এখনো পুজোর জন্য অপেক্ষা করি তবে কোথাও যেন সেই অনুভূতির তারতম্য ঘটেছে।এখন ভালোলাগাটা ও আপেক্ষিক হয়ে গেছে।সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়।আর পরিবর্তনই জগতের নিয়ম।
বন্ধুরা বেশ কিছু বছর আগে আমার দেখা দুর্গা পুজোর কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি। আশা রাখছি আপনাদের ভালোই লাগবে।মা দুর্গা কে দুর্গতি নাশিনী বলা হয়।তাই এই আসন্ন দুর্গা মায়ের আগমন কে সামনে রেখে একটা কথাই বলবো যে সবার দুর্ভাগ্য দূর করে মা সবাইকে সুবুদ্ধি দিক।আমরা আসলেই একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখি।সেই স্বপ্ন কে সত্যি করতে আমাদের সবাইকে মিলিত ভাবে কাজ করতে হবে।
লোকেশন:বারাসাত,কলকাতা
ডিভাইস:স্যামসাং মোবাইল
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
Comments