লাইফ স্টাইল।‌। পাশের গ্রামে মাহফিলে যাওয়ার অনুভূতি (পর্ব .২)।।

biplob89 -

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১৫/ ১১/২০২৪) রোজ: শুক্রবার।

💞শুভ রাত্রি💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 অনেক ব্যস্ততার মাঝেও আমি আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো

প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। তাদের গত কালকে রাতে ঘুমাতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। যে কারণে খুব সকালে ঘুম থেকে উঠতে পারিনি। তবে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে নাস্তা শেষ করলাম। আজকে ছিল শুক্রবার। তাই নাস্তা শেষ করেই ভাবলাম একটু আপুর বাসা থেকে ঘুরে আসি। আমার আপুর বাসা আমাদের গ্রামের পাশের গ্রাম। তাই আপুর বাসায় গিয়ে সেখানে খাওয়া দাওয়া শেষ করে 12:30 মিনিটে বাসায় এসে পৌছালাম। তারপর গোসল করে ওযু বানিয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে বাসায় এসে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তারপর আছরের আজান দিতে ই মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে বাসায় আসলাম। তারপর একটু ছোটদের সাথে সময় দিলাম। এরপর সন্ধ্যা হতেই মাগরিবের নামাজ আদায় করলাম আমাদের মাদ্রাসায় মাহফিলে। আজকে আমাদের মাদ্রাসায় একদিন ব্যাপী মাহফিল হচ্ছে। তাই মাগরিবের নামাজটা সেখানে আদায় করলাম। তারপর একটু সেখানে বসে বয়ান শুনলাম। ইসলামিক অনেক আলোচনা শুনে একটু বাসার দিকে আসলাম। কেননা আমি ভেবেছিলাম রাতের খাবার খেয়ে একবারে মাহফিলে যাব এবং মাহফিল খুব ভালো করে শুনবো। এসে খাওয়া দাওয়া শেষ করে পোস্ট লিখতে বসলাম।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

আসলে আমি আজকে আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছে তাই ইতিমধ্যে আপনার আমার টাইটেল দেখে বুঝতে পারছেন। আসলে আমি এই একই বিষয় নিয়ে এর আগে আমি আপনাদের মাঝে প্রথম পর্ব শেয়ার করেছি। তাই আজকে আবারো সেই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আসলে আমি এই ছবিগুলো যেখান থেকে ধারণ করেছি এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের মাহফিল থেকে। আসলে মাহফিলে বিভিন্ন ধরনের মেলা বসতে দেখা যায়। শুধু তাই নয় সেখানে বেশিরভাগ লক্ষ্য করলে দেখা যায় ছোট ছেলে মেয়েদের খেলনার জিনিস সামগ্রী। সেই সাথে মেয়েদের অনেক কসমেটিক। উপরের ছবির দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটি কসমেটিকের দোকান থেকে আমি ছবিটি ধারণ করেছি।

এবার আপনারা যদি উপরের ছবির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু মেলার সামনে অনেকগুলো ছোট ছেলে মেয়ে দাঁড়িয়ে। আসলে ছোটদের এসব জায়গায় বেশি দেখা যায়। আসলে তারা এগুলো দেখামাত্রই নেওয়ার বাহানা করে বসে। তাছাড়া এটা স্বাভাবিক ছোটরা যেটা দেখে সেটা নেবে, এটা তারা বায়না করতে পারে এটাই স্বাভাবিক।

তবে এভাবে আমি যখন মেলায় একটু ঘোরাঘুরি করেছিলাম ঠিক তখন আমি অনেকগুলো জিনিস দেখতে পাই। এরপরে আমি দেখতে পেলাম মেয়েদের এই ব্যাগটি। দেখামাত্র এটি আমি আমার ফোনে ধারণ করি।

তবে মেলায় যখন আমরা ঘোরাঘুরি করি ঠিক তারই মধ্যে আমি উপরের এই সেলফি ছবিটা আমার ফোনে ধারণ করি। আপনার এই ছবিটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার পাশে দাঁড়িয়ে একটি বড় ভাই। শুধু তাই নয় মেলায় কিন্তু অনেক মানুষ এসেছে। সব মিলিয়ে মেলায় ঘুরে আমার কাছে খুবই ভালো লেগেছিল।

আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।

টেবিল ০১টেবিল ০২
ডিভাইসOPPO A15
পোস্ট তৈরি@biplob89


💞আমার পরিচয়💞

আমার নাম মো: বিপ্লব হোসেন। আমার স্টিমিট আইডির নাম@biplob89 । আমি এই প্লাটফর্মে যুক্ত হয়েছি ২৩শে মে ২০২৩। আমার বাসা মেহেরপুর জেলায়,গাংনী থানার,জুগীরগোফা নামে একটি ছোট্ট গ্রামে। ছোটবেলা থেকেই আমি গ্রামে বড় হয়েছি। বর্তমানে আমি একজন ছাত্র। এর পাশাপাশি আমার আরো একটি পরিচয় সেটা হচ্ছে আমি একজন ইয়ুথ লিডার। এবার আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার মাতৃভাষা বাংলা। মাতৃভাষা বাংলা হওয়ায় আমি এটা নিয়ে অনেক গর্বিত। সেই সাথে বাংলা ভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। ভালো লাগার জায়গা থেকে আমি এই প্লাটফর্মে যুক্ত হয়েছি। আমি ঘুরতে অনেক ভালোবাসি। পড়ালেখার পাশাপাশি সময় পেলেই আমি ভ্রমণে বেরিয়ে পরি। কেননা ভ্রমণ করলে আমার খুবই ভালো লাগে এবং তা থেকে অনেক জ্ঞান লাভ করা যায়। আমি নতুন নতুন জায়গা ঘুরে বেড়াতে পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি ও লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। এছাড়া নতুন মানুষের সাথে সাক্ষাৎ করতে পারলে আমার খুবই ভালো লাগে। আমার একটা ভালো দিক রয়েছে । সেটা হচ্ছে অপরিচিত মানুষের সাথে খুব সহজেই পরিচিত হতে পারি। ছাড়াও যে কোনো জায়গায় আমি নিজেকে খুব সহজে মানিয়ে নিতে পারি।

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝