"স্বরচিত অনু কবিতা"

bijoy1 -

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।



সোর্স


আমাদের কমিউনিটির সকলেই সবসময় খুব সুন্দর কিছু পোস্ট শেয়ার করে আসছেন। সবার এরকম সুন্দর পোস্ট গুলো দেখে আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হয়ে থাকি৷ সবার সুন্দর সুন্দর পোস্ট গুলো যখন দেখি এবং পড়ি তখন এতটাই মুগ্ধ হয়ে যাই৷ যা একেবারেই বলে বোঝানো যাবে না৷ সবাই খুব সুন্দর পোস্ট সবসময়ই আমাদের মাঝে শেয়ার করে থাকেন৷ সবসময় অনেকটাই ভালো লাগা নিয়ে আসে। একই সাথে ওনারা যখন এই সুন্দর পোস্টগুলো এখানে শেয়ার করেন তা যখন দেখি তখন অনেকটাই ভালো লাগে। একইসাথে এখানে উনাদের সুন্দর সুন্দর পোস্ট গুলো দেখে আমিও চেষ্টা করি কিছু সুন্দর পোস্ট শেয়ার করার।


তাই আজকে আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য ভাবলাম৷ চেষ্টা করলাম কিছু সুন্দর অনু কবিতা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার৷ এই সুন্দর অনু কবিতাগুলো যখন আপনারা পড়বেন তখন আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে৷ একইসাথে এই অনু কবিতা যখন আমি তৈরি করছিলাম তখন যে সুন্দর পরিবেশ ছিল তা বেশ অসাধারণ ছিল৷ আসলে এরকম সুন্দর পরিবেশের মধ্যে বসে যখন কোন ধরনের কিছু কাজ করা হয় তখন তার থেকে সুন্দর মুহূর্ত আর কিছু হতে পারে না৷ তাই আমিও যখন এই সুন্দর অনু কবিতাগুলো তৈরি করছিলাম তখন অনেক ভালো লাগছিল৷ আশা করি আপনারা যখন এই অনু কবিতা গুলো পড়ে নিবেন তখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে৷ তাহলে চলুন অনু কবিতা গুলো দেখে আসা যাক।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

বিষন্ন মন উদাস হয়ে,
হারাতে চায় দূর অজানায়।
মনে কালবৈশাখীর শিহরণ,
এ যেন অসহনীয় যন্ত্রণা।


অনু কবিতা-২


বিশ্বাস হারিয়ে অবেলায় মন আজ,
জিজ্ঞেস করে কে আপন কে পর।
অতীতের সব গ্লানি মুছে,
হতে চায় শুধু স্বার্থপর।


অনু কবিতা-৩


আকাশটা আজ ঘোলাটে,
মেঘের ঘনঘটা আকাশ জুড়ে।
যখন তখন নামবে বৃষ্টি,
অঝোর ধারায় বইবে সদায়।


অনু কবিতা-৪


সময় বদলে দেয় সবই,
চেনা মানুষগুলো হয়ে যায় অচেনা।
মনে জমা কষ্টের কাল আবরণ,
নিমিষেই পরিণত হয় অশ্রু জলে।


অনু কবিতা-৫


জীবনটা সাদা কাগজের মতো,
যেভাবে লিখবে সেভাবেই হবে।
মাঝে মাঝে নিরবতায়,
লেখা থাকে বন্ধ।
মাঝে মাঝে দুর্বার গতিতে,
চলতে থাকে জীবনের একের পর এক অধ্যায়।




পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ২৩.১২.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

আমি কে?

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹