আমার বাংলা ব্লগ||রেসিপি:-ফুলকো লুচি ও আলুর দম।

bidyut01 -

আসসালামু আলাইকুম। আদাব ও নমস্কার।

💖আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি💖

আজ ০৪/১২/২০২১ইং।
১৯ অগ্রাহয়ণ|১৪২৮ বঙ্গাব্দ|
২৭ রবিউস সানি|১৪৪৩ হিজরি|রোজ: শনিবার।


আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল প্রাণ প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন এবং নিরাপদে আছেন। সুপ্রিয় বন্ধুগণ, শীতের এমন দিনে ফুলকো লুচি দিয়ে আলুর দম খেতে পছন্দ করে না এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না। ঠিক তাই বন্ধুগণ, এ জন্যই আজ আমি আপনাদের নিকট ফুলকো লুচি ও আলুর দম এর রেসিপি নিয়ে হাজির হয়েছি।

💖 তো চলুন বন্ধুগণ শুরু করা যাক💖

রেসিপি: ফুলকো লুচি ও আলুর দম।

প্রথমে আমি আলুর দম তৈরির রেসিপি আপনাদের নিকট উপস্থাপন করছি।

💖 আলুর দম তৈরির প্রয়োজনীয় উপকরণ এবং প্রসেস নিম্নে বর্ণনা করা হলো💖

উপাদানপরিমাণ
গোল আলুআধা কেজি
মুরগির মাংস২৫০ গ্রাম
সয়াবিন তেলপরিমাণমতো
কাঁচা মরিচ০৫ টি
শুকনো ঝালের গুড়াপরিমাণমতো
হলুদের গুঁড়াপরিমাণমতো
পেঁয়াজ বাটাপরিমাণমতো
লবণপরিমাণমতো
দারচিনিপরিমাণমতো
লবঙ্গ ও এলাচপরিমাণমতো

↘️ ধাপ-০১:↙️

প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিলাম।

↘️ ধাপ-০২:↙️

সিদ্ধ করা আলু গুলোর খোসা ছাড়িয়ে দিলাম।

↘️ ধাপ-০৩:↙️

খুন্তি দিয়ে সিদ্ধ করা আলু গুলো কুচি কুচি করে নিলাম।

#

💖 আলুর দম তৈরির প্রয়োজনীয় উপকরণ এবং প্রসেস নিম্নে বর্ণনা করা হলো💖

উপাদান | পরিমাণ
|-----|---------|
গোল আলু| আধা কেজি
| মুরগির মাংস| ২৫০ গ্রাম
সয়াবিন তেল | পরিমাণমতো
কাঁচা মরিচ | ০৫ টি
শুকনো ঝালের গুড়া | পরিমাণমতো
হলুদের গুঁড়া | পরিমাণমতো
পেঁয়াজ বাটা | পরিমাণমতো
লবণ | পরিমাণমতো
দারচিনি | পরিমাণমতো
লবঙ্গ ও এলাচ | পরিমাণমতো
#
↘️ ধাপ-০১:↙️




>>প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিলাম।

#
↘️ ধাপ-০২:↙️




>>সিদ্ধ করা আলু গুলোর খোসা ছাড়িয়ে দিলাম।

#
↘️ ধাপ-০৩:↙️




>>খুন্তি দিয়ে সিদ্ধ করা আলু গুলো কুচি কুচি করে নিলাম।

↘️ ধাপ-০৪:↙️

কড়াই এর ভিতর সয়াবিন তেল সহ সমস্ত মসলাগুলো পরিমাণমতো দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম।

↘️ ধাপ-০৫:↙️

চুলার আগুন হালকা পর্যায়ে রেখে মসলাগুলো একটু গরম করে নিলাম।

↘️ ধাপ-০৬:↙️

এবার কড়াই এর মধ্যে ছোট ছোট করে কাটা মুরগির মাংসের টুকরোগুলো ঢেলে দিলাম। তারপর খুন্তি দিয়ে মসলাগুলো সাথে মাংসের টুকরো গুলো মিশিয়ে দিলাম।

↘️ ধাপ-০৭:↙️

চুলার আগুন মাঝামাঝি পর্যায়ে রেখে মুরগির মাংস গুলো ভেজে নিলাম।

↘️ ধাপ-০৯:↙️

ভাজা মাংসের মধ্যে কুচি কুচি করা সিদ্ধ আলু গুলো ঢেলে দিলাম।

↘️ ধাপ-১০:↙️

চুলার আগুন হালকা করে রেখে খুন্তি দিয়ে আলু গুলোর সাথে ভাজা মাংস মিশিয়ে দিলাম।

↘️ ধাপ-১১:↙️

এবার কড়াইয়ের মধ্যে পরিমাণমতো গরম পানি ঢেলে দিলাম। চুলার আগুন মাঝামাঝি পর্যায়ে রেখে আগুনের জ্বালা দেয়া শুরু করলাম। পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর দম।

তৈরিকৃত আলুর দম একটি পরিষ্কার পাত্রে রাখলাম।

💖 এবার ফুলকো লুচি তৈরির উপকরণ এবং প্রসেস নিম্নে উপস্থাপন করা হল💖

উপাদানপরিমাণ
গমের ময়দাআধা কেজি
সয়াবিন তেলপরিমাণমতো

♣️ ধাপ-০১:♣️

প্রথমে পরিমাণমতো গমের ময়দা নিয়ে নিলাম।


♣️ ধাপ-০২:♣️

গমের ময়দা গুলোর মধ্যে পরিমাণমতো গরম পানি দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে গমের ময়দা গুলো ভালোভাবে সেনে ফুলকো লুচি তৈরি করার জন্য প্রস্তুত করে নিলাম।


♣️ ধাপ-০৩:♣️

সেনে নেওয়া গমের ময়দা গুলো প্রথমে গোলাকার রুটি বানিয়ে নিলাম।

♣️ ধাপ-০৪:♣️

গোলাকার রুটি গুলো একটি স্টিলের গ্লাস দিয়ে খন্ড খন্ড করে কেটে লুচি বানিয়ে নিলাম।


♣️ ধাপ-০৫:♣️

লুচি গুলো ভাজার উদ্দেশ্যে কড়াইয়ে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম। চুলার আগুন হালকা পর্যায়ে রেখে তেল একটু গরম করে নিলাম।


♣️ ধাপ-০৬:♣️

লুচি গুলো তেলের ভিতর দিয়ে দিলাম। সাথে সাথে চুলার আগুন মাঝামাঝি পর্যায়ে করে রাখলাম।


♣️ ধাপ-০৭:♣️

লুচি গুলো ফুলে উঠলে খুন্তি দিয়ে উপর-নীচ করে দিলাম। যাতে লুচি গুলোর উভয় অংশ ভালোভাবে ভাজা হয়।


♣️ চূড়ান্ত ধাপ♣️

এভাবে ভাজা সুসম্পন্ন হল ফুলকো লুচি।


♣️ পরিবেশন♣️



সুপ্রিয় বন্ধুগণ, গরম গরম ফুলকো লুচির সাথে আলুর দম খেতে খুবই সুস্বাদু এবং মজাদার লাগে। আমি নিজেও গরম গরম ফুলকো লুচি সাথে আলুর দম খেতে খুবই পছন্দ করি। আমি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে।

♣️ অসংখ্য ধন্যবাদ সবাইকে♣️

১০% বেনিফিসারী লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।