সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিযোগিতার কথা মনে পড়লেই আমার কাছে কেন জানি ভীষণ ভালো লাগে। কারণ আমি সব সময় প্রতিযোগিতা বিজয় হই বা না হই আমার কাছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক ভালো লাগে। আমি ছোট কিছু হলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি। তাই এবারেও শেষের দিকে হলেও চেষ্টা করেছি নিজের মতো করে কিছু সুন্দর ফটোগ্রাফি করে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।
প্রতিযোগিতা সবাই বেশ ভালো করে অংশগ্রহণ করে। এবারেও দেখলাম অনেকেই ভালো কিছু অংশগ্রহণ করেছে। আমিও নিজের মতো করে শীতকালীন প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। আমার কাছে সবচেয়ে বেশি শীতকাল অনেক ভালো লাগে। কারণ শীতকালে সকালটা যেন খুব সুন্দর ভাবে ফোটে। তাই চেষ্টা করলাম নিজেদের চারপাশের প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কুয়াশায় ঘেরা ফটোগ্রাফি আমার তো ভীষণ ভালো লাগলো। আশা করি আপনাদেরও আমার এই প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগবে।
এটি হচ্ছে মাকড়সার উপর কুয়াশা পড়ে থাকার ফটোগ্রাফি। তবে শীতকালে অনেক কুয়াশা পড়ে। এবং পোকামাকড় গুলো যখন মাকড়সা তৈরি করে তখন সকালবেলা কুয়াশা পরলে দেখতে বেশ ভালো লাগে। যদিও এখন ফসল কাটা একদম শেষ পর্যায়ে। কিছুদিন আগে সকাল বেলা যখন আমি আমাদের বাড়ির পাশে জমিতে গেলাম ।তখন দেখতেছি ধান ক্ষেতের মধ্যে মাকড়সা মাকড়সার জাল তৈরি করেছে। এবং কুয়াশা পড়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। তখন আমি এই ফোটোগ্রাফি টি সকালবেলা করেছিলাম। তাই আজকে ফটোগ্রাফি দুটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
এটি হচ্ছে বন্য ফুলের এবং সূর্য ওঠার ফটোগ্রাফি। আসলে সকালবেলা যখন ফুল বা কিশোর উপর কুয়াশা পড়ে তখন দেখতে বেশ ভালো লাগে। আর শীতকাল হচ্ছে এমনিতে সৌন্দর্যের মাস। অন্যান্য মাস থেকে শীতকাল এমনিতে বেশি ভালো লাগে। তবে শীতকালে সকালবেলা যে কোন কিছুর উপর কুয়াশা পড়ে থাকলে তখন দেখতে ভালো লাগে। আবার শীতকালে লক্ষ্য করলে দেখবেন সূর্য একদিকে বাঁকা হয়ে ওঠে। এবং সূর্যের কালার ও অসাধারণ থাকে। এই ফটোগ্রাফি ও আমি কিছুদিন আগে ভোরবেলা ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বন্য ফুল এবং সূর্য ওঠার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
এটি হচ্ছে ধান ক্ষেতের ফটোগ্রাফি। ধান চাষ আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ ধান এমন একটা জিনিস আমরা যদি ধান চাষ না করি তাহলে নিজেরাও না খেতে পেরে মারা যাবো। তাইতো আমার কাছে ধান সব সময় বেশ ভালো লাগে। তাই নিজে থেকে চিন্তা করলাম এই ফটোগ্রাফির মধ্যে আমি তো ধানের ফটোগ্রাফি রাখবো। তাই খুব ভোরে উঠে চেষ্টা করলাম এই ধানের ফটোগ্রাফি করার জন্য। কারণ একেবারে ভোরবেলায় না উঠলে ধানের গায়ে থাকা কুয়াশা গুলো আর দেখা যায় না। এই ফটোগ্রাফির মূল থিম হচ্ছে শীতকালীন ফটোগ্রাফি। তাই আমিও এই ধানের সুন্দর ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করলাম। আশা করি এই সুন্দর কুয়াশায় ঘেরা ধানের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
এই ফটোগ্রাফি দুটি হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। ফুল হচ্ছে ভালবাসার পথিক ফুলের ফটোগ্রাফি দেখলে এমনি ভালো লাগে। ফুল সামনে থেকে দেখলে মন চায় নিয়ে নিতে। আর শীতকাল আসলে যখন তখন অনেক ফুল ফুটে যে কোন গাছের মধ্যে। তবে গোলাপ ফুল যেমন সুন্দর তেমন ফুলের ঘ্রান অসাধারণ। এই ফটোগ্রাফি করেছিলাম আমি আমাদের বাড়ির পাশে একটি বাড়ি থেকে। যদি আমি ঘুরতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি দুইটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
এই ফটোগ্রাফি দুটি হচ্ছে সূর্য মামার ফটোগ্রাফি। গ্রামাঞ্চলে যখন শীতকাল আসে তখন জমি গুলো চাষাবাদের জন্য রেডি করে। ওই সময় প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ থাকে। যদিও গ্রামাঞ্চলে চাষাবাদ জমি গুলো অনেক বড় বড় থাকে। আর যখন সকাল বেলা সূর্যমামা উঠে তখন অনেক কুয়াশা থাকে। মনে হয় মেঘলা মেঘলা ভাব। আর ওই সময় ভালো ঠান্ডা পড়ে। আর সকালবেলা এমনিতে বাইর হওয়া অনেক কষ্টকর। কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে জায়গা থেকে আমি এই সূর্যমামা ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করলাম। তাই আজকে এই ফটোগ্রাফি দুটি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি।
এই ফটোগ্রাফি দুটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। আমি আগেই বলেছি শীতকাল হচ্ছে সৌন্দর্যের মাস। শীতকাল আসলে যখন কুয়াশা পড়ে গাছের উপর বা পাতার উপর বা কোন ফুলের উপর তখন দেখতে অন্যরকম লাগে। আর শীতকাল যখন আসে সকালবেলা কুয়াশা অনেক থাকে যে কোন কিছুর উপর পড়ে থাকে। যদিও এই বন্য ফুল দুটি অনেক ছোট। কিছুদিন আগে পুকুরপাড় থেকে আমি সকালবেলা এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি দুটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
এই হচ্ছে পাতার উপর গাছের উপর পড়ে থাকা কুয়াশার ফটোগ্রাফি। শীতকালে এমনিতে অনেক কুয়াশা পড়ে। আর শীতকাল যখন ভোরবেলা উঠে তখন এরকম পাতার আর গাছের উপর কুয়াশা পড়ে থাকা দেখলে অনেক ভালো লাগে। ছোটকালে আমরা কুয়াশা নিয়ে মুখে দিতাম। অনেকে বলে কুয়াশা দিলে মুখের দাগগুলো যায়। তবে কিছুদিন আগে এই ফোটোগ্রাফি টি আমি করেছিলাম আমাদের পুকুরপাড় থেকে। তাই আজকে এই কুয়াশার ফটোগ্রাফি দুটো আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।
এই দুটি হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল দেখতে এমনিতে বেশ ভালো লাগে। গাঁদা ফুল গুলো আমাদের সবার পরিচিত ফুল। গাঁদা ফুলের পাপড়ি গুলো যেমন অসাধারণ তেমনি ফুলের ঘ্রাণ ও অসাধারণ। আসলে গ্রাম অঞ্চলের কমবেশি গাঁদা ফুল গুলো সব জায়গাতে দেখা যায়। তবে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ি থেকে। সকালবেলা কুয়াশা পড়ে থাকা অবস্থা দেখে বেশ ভালো লাগলো ফুল দুটি। তাই আজকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার গাঁদা ফুলের ফটোগ্রাফির দুটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
এইখানে হচ্ছে দুই কালারের বন্য ফুলের ফটোগ্রাফি। তবে শীতকাল আসলে ঘাসের মধ্যে বিভিন্ন ধরনের বন্য ফুল দেখা যায়। আর ছোট ছোট এই ফুলগুলো দেখতে অন্যরকম ভালো লাগে। আর যখন ছোট বন্য ফুলের মধ্যে কুয়াশা পড়ে তখন তো দেখতে অন্যরকম ভালো লাগে। তবে এই ফুল গুলোর মধ্যে যখন কুয়াশা পড়লো মনে হচ্ছে বৃষ্টির পানি গাছের মধ্যে পড়ে রইল। কিছুদিন আগে এই ফটোগ্রাফি দুটো আমাদের বাড়ির সামনে পুকুরপাড় থেকে করেছিলাম। তাই আজকে দুই কালারের বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
এই ফটোগ্রাফি দুটি হচ্ছে মোরগ ফুল গাছের ফটোগ্রাফি। তবে অবাক করা বিষয় হচ্ছে এই ফুলগুলোকে আমরা মোরগ বলি। এই ফুলগুলো বড় বড় দেখতে অন্যরকম ভালো লাগে। সত্যি বলতে ফুলের মধ্যে যখন কুয়াশা পড়ে তখন সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। তবে এই ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির পাশে একটি বাড়ি থেকে। তারা বিভিন্ন ধরনের ফুল গাছ রোপন করেছে। সত্যি মোরগ ফুল গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তাই আজকে মোরগ ফুল দুটির ফটোগ্রাফি যদি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে মোরগ ফুলের।
এইখানে দুইটি ফটোগ্রাফি শেয়ার করেছি। একটি হচ্ছে খেজুর গাছ ও প্রাকৃতিক ফটোগ্রাফি। আসলে শীতকাল আসলে খেজুর গাছগুলো সাফাই করে রাখে এবং ওখান থেকে খেজুর গাছের রস পাওয়া যায়। আর শীতকালে যখন জমি গুলো চাষাবাদের জন্য রেডি করে তখন দেখতে বেশ ভালই লাগে। অন্য ফটোগ্রাফি হচ্ছে সকাল বেলা সূর্যের ফটোগ্রাফি। আমি যখন একটি মাছের পুকুরের সামনে গেলাম। তখন দেখি সূর্য উঠতেছে। এবং যখন আমি এই সূর্যের ফটোগ্রাফি করতেছি তখন পানির মধ্যে সূর্য দেখা যাচ্ছে। বলতে গেলে একসাথে দুটো সূর্য দেখতে পেলাম। এই ফটোগ্রাফি আমি ঘুরতে গিয়ে করেছিলাম।
এটি হচ্ছে এটি হচ্ছে শিশিরে ভেজানো পানির ফোঁটা। এই এরকম পানির ফোঁটা গুলো শীতকালে যে কোন গাছে ডাল অথবা যে কোন পাতার উপরে দেখা যায়। কারণ শীতকাল ছাড়া এভাবে কখনোই কুয়াশায় ঘেরা পানি জমে না। এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম একটি লাউ গাছের ঝাঁক থেকে। কারণ শীতকালে নানা ধরনের সবজি চাষ করা হয়। আর বিভিন্ন রকমের বাঁশ অথবা বিভিন্ন রকমের লাঠি দিয়ে গাছের মধ্যে ঝাঁক দেওয়া হয়। সেই ঢাল গুলোর মধ্যেই শীতকালে এরকম শিশির ফোঁটা দেখা যায়। তাই আমি চেষ্টা করলাম এই পানির ফোটার কিছু সুন্দর ফটোগ্রাফি করার জন্য। কারণ এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
এটা হচ্ছে কলা গাছের পাতার উপরে কুয়াশার ফটোগ্রাফি। শীতকালে না নানা ধরনের পাতার উপরে সকালবেলা এ ধরনের কুয়াশা দেখা যায়। ছোট ছোট পানির ফোঁটা গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম রাস্তার ধারের কলাগাছ থেকে। আসলে এই ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ শীতকাল শীতকাল ফিল হচ্ছিল। আমি চেষ্টা করেছি নিজের মতো করে এই সুন্দর ফটোগ্রাফি টা করার জন্য। কারণ ছোট ছোট পানি ফোটা গুলো দেখতেও অনেক ভালো লাগে। আশা করি এই কলা গাছের পাতার উপরে কুয়াশার ফটোগ্রাফি আপনাদেরও বেশ ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।