Boc আর্ট :- কালারফুল কয়েকটি পাতার আর্ট
3 comments
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। ভাবলাম আজকে আপনাদের মাঝে একটি আর্ট করে শেয়ার করবো। আসলে আমি অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের আর্ট করতে খুবই পছন্দ করি। বিশেষ করে কালারফুল এবং পেইন্টিং গুলো করতে খুবই পছন্দ করি। ইতিমধ্যে আমি এই প্লাটফর্মে বেশ কিছু আর্ট শেয়ার করেছি। প্রতিনিয়ত আমি নতুন নতুন বিষয় নিয়ে আর্ট করার চেষ্টা করি। তাই ভাবলাম এখন থেকে আপনাদের মাঝেও প্রতিনিয়ত আমার গুলো আর্ট গুলো শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি কালারফুল আর্ট শেয়ার করব। আশা করি আজকের আর্ট আপনাদের সবার খুবই ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• আঁকার খাতা
• রং কলম
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
বিবরণ :
প্রথমে আমি একটি সাদা পেজ নিলাম। প্রথমে আমি মোটা মার্কার কলম দিয়ে কিছু পাতার স্কেচ এঁকে নিয়ে নিলাম।
তারপর হালকা সবুজ এবং গারো সবুজ রং কলম দিয়ে উপরের দুটি পাতা সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
এরকম ভাবে আরো হালকা এবং গাড়ো সবুজ কয়েকটি রং দিয়ে আরো কয়েকটি পাতার রং করে নিয়ে নিলাম।
তারপর লাল এবং কমলা কালার রং কলম দিয়ে আরও দুটি পাতা সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
এভাবে আমি পুরো আর্ট কমপ্লিট করে ফেললাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের। সবার পছন্দ হবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ধন্যবাদ আমার পোস্ট ভিজিট করার জন্য |
---|
Comments