নববর্ষ উদযাপন || পর্ব-০১||

bdhero -
আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গতকাল পহেলা বৈশাখ চলে গেলো। বাঙালির হাজার বছরের সংস্কৃতি হলো এই পহেলা বৈশাখ। আজ আমি আপনাদের মাঝে আমার পহেলা বৈশাখ উদযাপন ভাগাভাগি করে নেব। আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


গতকাল নীলফামারীতে খুবই জাকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মত এ বছরও নীলফামারীতে পহেলা বৈশাখে রেলি ও বেশ কিছু জায়গায় যেমন নীলফামারি কেন্দ্রীয় শহীদ মিনার, নীলফামারী ডিসি গার্ডেন ও নীলফামারী সরকারি কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার, ডিসি গার্ডেন ও নীলফামারী সরকারি কলেজ অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়।

আমি গতকাল সকালে সবার প্রথমে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে যাই। সেখানে সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। সেখানে আমি আম্মু ও ভাইয়ার সাথে যাই। শহীদ মিনারে গিয়ে দেখি শহীদ মিনারটি অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে নববর্ষ উপলক্ষে। আবার শহীদ মিনারে পান্তা ভাত, আলু ভর্তা পাট শাক ভাজির আয়োজন করা হয়েছিল। আমরা সেখান থেকে পান্তা ভাত আলু ভর্তা ও পাট শাক ভাজি খাই। পহেলা বৈশাখের মজাই তো এরকম সবার সাথে একসাথে পান্তা ভাত খেয়ে।


এরপর কিছুক্ষণ পরে আমি নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নীলফামারী ডিসি গার্ডেনে যাই সেখানে আমার বন্ধুরা ছিল তাদের সবার সাথে দেখা করি। নীলফামারী ডিসি গার্ডেন ও অনেক চমৎকারভাবে সাজিয়েছিল এবং সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আমি যখন নীলফামারী ডিসি গার্ডেনে যাই তখন সেখানে অনুষ্ঠান চলমান ছিল। আমরা সবাই এখানে বসে অনুষ্ঠান দেখতে থাকি। এই অনুষ্ঠানে নিত্য পরিবেশন দেশাত্মবোধক গান তাছাড়াও সব থেকে বড় চমক ছিল লাঠি খেলা।

কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর আমিও আমার বন্ধুরা মিলে ডিসি গার্ডেনের আশেপাশে ঘুরে দেখতে থাকি। আমাদের মত আরও অনেকেই ডিসি গার্ডেন এসেছিল নববর্ষের অনুষ্ঠান দেখতে। ডিসি গার্ডেনটিও চমৎকার ভাবে সাজিয়েছিল। আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে বেশ কিছু ছবি তুলি। এরপর আবার আমরা অনুষ্ঠান দেখি। নববর্ষের অনুষ্ঠানটি আমাদের কাছে খুবই ভালো লাগছিল। এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাঙালির হাজার বছরের ঐতিহ্যের কথা জানতে পারি ও সেই সকল ঐতিহ্যকে স্মরণ করে নিজেদের মধ্যে ধারণ করতে পারি।


এরপর আমরা বন্ধুরা ডিসি গার্ডেন থেকে বের হয়ে ভিসি গার্ডেনের আশেপাশে কিছুক্ষণ আড্ডা দেই। ডিসি গার্ডেন এর পাশেই রয়েছে নীলফামারী কালেক্টরেট স্কুল সেখানে বসার জন্য খুব সুন্দর একটি জায়গা রয়েছে। আমরা বন্ধুরা সেখানে যাই এবং বসে আড্ডা দিতে থাকি। নববর্ষ উপলক্ষে বন্ধুদের একত্রে হাওয়া ওইরকম ভাবে একসাথে আড্ডা দেওয়া খুবই ভালো লাগছিল আমার। কিন্তু কালকে রোদ ছিল প্রকৃত তীব্র এরাই মাঝে জোহরের আযান দিয়ে দেয় আমরা সবাই বাসায় ফিরে আসি।

আজকের মত এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।





🌼ধন্যবাদ🌼