New to Nutbox?

আমাদের জীবনে সময়ের গুরুত্ব কতটা।

4 comments

bashar1426
70
14 days agoSteemit4 min read
আসসালামু আলাইকুম এবং আদাব । আসা করি সকলে ভালো আছেন ? আমি ও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মানব জীবনে সময় এর গুরুত্ব।

আসলে সময় এর গুরুত্ব আমরা বুঝি নাহ সঠিক সময়ে। যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই বুঝতে পারি আর তখন বুঝেও কোন লাভ হয়ে উঠে নাহ

pexels-gabby-k-7412052.jpg

image src

fp87BqUSD9B4Xc9MqvrEd3AfkUf28vqTxKKiPt9GkzEpFB2nZxVEjdG7XiB3vk83bGsdSBBQS7njtBfaaYsqbvd4Uqe4VPihac9UxAqW8x...47ewsnRg8hmqpwgT7nmGnz1EWiNq4xbS63t1Sj7JfUmQPfUxdiAxWKVGdU2bA6QKyJ517b9KQ6JW2pKrvSCuLdUL5jK19QLNFciwQkpX83WQCBhLQi39CdhMJV.png

আমরা কি সময় এর হাতে বন্দি নাকি সময় আমাদের হাতে বন্দি

pexels-pixabay-220147.jpg

image src

আমরা আমাদের হাতে কিছু নিদিষ্ট সময় পেয়েছি। এই সময় পর আমরা আমাদের নিজ নিজ সৃষ্টিকর্তা এর কাছে ফিরে যাবো। আমরা যখন একবার বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাবো তখন আমাদের আসার আর কোনও সুযোগ নেই। তাই আমাদের হাতে যতটুকু সময় আছে এটার সঠিক ব্যাবহার করতে হবে। আমরা কি আমাদের সময় গুলো সঠিক পথে ব্যবহার করতে পারতেছি ? আমি যদি আমার কথাই বলি তাহলে আপনারা শুনে খুবই হতাশ হয়ে যাবেন। আমি আমার সময় এর বেশি ভাগ সময় মোবাইল ফোন এর ভিতর অযথা নষ্ট করি । আপনারা ভাবতে পারেন এটা কমবেশি সবাই করে । কিন্তু আমি এতো বেশি সময় নষ্ট করি যে সেটা খুবই হতাশা জনক।

orca-image-685188048.jpeg

orca-image--399006501.jpeg

orca-image-1465082987.jpeg

প্রতি সপ্তাহে আমি কতটা সময় মোবাইল স্ক্রিনে ব্যায় করি এর কয়েকটি স্ক্রিনশট

আমি সপ্তাহে 60-70 ঘণ্টা মোবাইলে কাটিয়ে দেই। এবং যদি প্রতিদিন এর হিসাব করা হয় সেটা গড়ে 10 ঘণ্টা এর আসে পাশে থাকে। আমি এতোটাই বেশি সময় নষ্ট করি যেটা থেকে এখন আর বের হতে পারি নাহ। যেহেতু আমি সময় এর অপচয় এবং জানা সত্যেও এই ভুল পথ থেকে সরে আসতে পারতেছি নাহ। এজন্য আমি মনে করি সময় আমাকে ব্যাবহার করতেছে।

আর যদি আমার মনমতো আমি সময়কে সঠিক কাজে ব্যাবহার করতে পারতাম ভালো কাজের মাধ্যমে তাহলে নিশ্চয় আমি সময়কে সঠিক ব্যবহার করতাম।

fp87BqUSD9B4Xc9MqvrEd3AfkUf28vqTxKKiPt9GkzEpFB2nZxVEjdG7XiB3vk83bGsdSBBQS7njtBfaaYsqbvd4Uqe4VPihac9UxAqW8x...47ewsnRg8hmqpwgT7nmGnz1EWiNq4xbS63t1Sj7JfUmQPfUxdiAxWKVGdU2bA6QKyJ517b9KQ6JW2pKrvSCuLdUL5jK19QLNFciwQkpX83WQCBhLQi39CdhMJV.png

আমি কিভাবে এই সময়কে ভালো কাজে ব্যবহার করতে পারি এবং এই সময় নষ্ট করা থেকে বের হয়ে আসতে পারি।

pexels-pixabay-356407.jpg

image src

ইতিমধ্যে আমার সকল কথা আপনারা পড়েছেন। এখন হয়তো আমার মতো অনেকেই এমন আছে যারা সময় নষ্ট করেন। আবার অনেকেই আছেন যারা এরকম সমস্যা এর মধ্যে ছিলেন বের হয়ে আসছেন। আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাইবো। আমি কিভাবে আমার সময় গুলো ভালো কাজে ব্যাবহার করতে পারি? এবং আপনারা কিভাবে আপনাদের সময় গুলো ভালো কাজে ব্যাবহার করতেছেন?

আমার অনেক বেশি ফোন এ আসক্ত । একবার যদি আমি হাতে ফোন নেই তাহলে কিভাবে 2-3 ঘণ্টা পার করে দেই নিজেও বুঝি নাহ। এবং আমি জানি আমার হাতে অনেক গুলো কাজ আছে তবুও মনে হয় এখন নাহ একটু পড়ে করবো। এবং এভাবে করতে করতে আমার কাজ জমে যায় । পড়ে সময় এর অভাবে কাজ গুলো আর ভালো করে করা হয়ে উঠে নাহ। কারণ আমি যে কাজটা করার জন্য 1 ঘণ্টা সময় পেতাম সেটা 30 মিনিট এ করতে হয় । যখন আমি তাড়াহুড়ো করে কাজটি করি তখন কাজের মান অনেক খারাপ হয় । যেটাকে গ্রামের ভাসায় বলা হয় দায়সারা কাজ। এবং আমি অনেক পরিকল্পনা রুটিন করেও এর কোন ভালো ফলাফল পাইনি । দেখা গেছে রুটিন করেছি ঠিকই বাট সে ভাবে কাজ করা হয়নি। পরিশেষে আমি আপনাদের কাছে জানতে চাইবো এরকম সিচুয়েশ থেকে আমি কিভাবে বেরিয়ে আসতে পারি ? এবং আপনারা জীবনে এমন পরিস্থিতি হলে আপনি কি কি পদক্ষেপ নিতেন।ধন্যবাদ সকলকে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

fp87BqUSD9B4Xc9MqvrEd3AfkUf28vqTxKKiPt9GkzEpFB2nZxVEjdG7XiB3vk83bGsdSBBQS7njtBfaaYsqbvd4Uqe4VPihac9UxAqW8x...47ewsnRg8hmqpwgT7nmGnz1EWiNq4xbS63t1Sj7JfUmQPfUxdiAxWKVGdU2bA6QKyJ517b9KQ6JW2pKrvSCuLdUL5jK19QLNFciwQkpX83WQCBhLQi39CdhMJV.png

সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদ্যাই নিচ্ছি ভালো থাকবেন সকলে । আল্লাহ হাফেজ।

Devicerealme-c35
LocationPanchagarh
Photographer @bashar1426
❤️আমার পরিচয়❤️

IMG_1713443228584.jpg

আমি আবুল বাশার সুমন। আমি পড়াশোনা করতেছি বিএসসি অনার্স প্রাণীবিজ্ঞান বিভাগে। আমি জন্মসূত্রে একজন বাংলাদেশের নাগরিক এবং একজন বাঙালি। আমি সবসময় অসহায়, নির্যাতিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে তাদের সেবায় নিয়োজিত থাকতে চাই এবং এটাই আমার ভালো লাগে। আমার বাংলা ব্লগ এর সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই ইনশাআল্লাহ।

Comments

Sort byBest