New to Nutbox?

পোস্ট শিরোনাম || দাদার সম্পত্তি যখন আমাদের বুঝে নিতে হয়ঃ

2 comments

azizulmiah
63
3 days agoSteemit2 min read

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আনি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা শীতের এই শুরুতে, কিছুটা রাতের শিতল ঠান্ডায় আপনাদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা।

বন্ধুরা ফিরে এলাম আবার নতুন একটি পোস্ট নিয়ে।
বন্ধুরা আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো একটি ভিন্ন ধরনের পোস্ট। আশা করি পোস্টটি সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের পোস্টটি।

IMG_20241109_105555.jpg

বন্ধুরা, জমি জমা আমাদের সবারই আছে। আর এই জমি জমার সঠিক ভাবে বুঝে নেওয়া বা পাওয়া আমাদের সবারই দায়িত্ব। কিন্তু আমরা কয়জন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করি। আমার দাদা এলাকার মধ্যে একজন নাম ডাক ওয়ালা লোক ই ছিলো। এলাকায় তার অনেক সম্পত্তি ও ছিলো বটে। আমার বাপ চাচারা পাঁচ ভাই, দুই বোন। দাদা মারা গেছে প্রায় ৫০ বছরের মতো হবে। কিন্তু আমার দাদার সম্পত্তি আমার চাচারা এখনো নিজেদের নামে রেকর্ড করায় নি বা করাতে পারেনি।

IMG_20241109_105858.jpg

এর কারণ হলো দাদার সম্পত্তির উপর আমার চাচাদের সেভাবে কোন গুরুত্ব ছিলো না। কিন্তু তারা যার যার মতো নিজেরা ভোগ দখল করে আসছে। কিন্তু জমি যে তাদের নামে খারিজ করাতে হবে সেটা মনে হয় তারা বেমালুম ভুলেই গেছে। যাই হোক এমন একটি জমি আমার আমার দাদা খাস ধরে আনার পরে দাদার নামে আর এস রেকর্ড হয়। কিন্তু এটা আমরা জানতাম না পরবর্তীতে জানতে পেরে দুই একর সাত শতাংশ জমি থেকে এক একর চুয়াল্লিশ শতাংশ জমি আমরা বিক্রি করি। বাকি জমিটা আমার দাদার নামেই থেকে যায়।

IMG_20241109_103144.jpg

কিন্তু যাদের নিকট জমি বিক্রি করেছি তারাই পুরো জমি দখল করে বসে আছে। এমতাবস্থায় আমরা যখন জমি মেপেতাদের জমি বুঝিয়ে দিয়ে বাকি জমি আমরা দখল নিতে যাচ্ছি তখন তারা আমাদের জমি মাপতে দিচ্ছে না বা আমাদের কোন প্রকার সাহায্য করেছে না। এ পর্যন্ত আমরা চার বার জমি মাপতে গিয়েছি কিন্তু আমাদের জমি বুঝিয়ে দেয় নাই। এর একটিই কারণ সেটা হচ্ছে জমি তাদের দখলে এই জন্য। তাহলে আমাদের বুঝতে হবে যে জমি জমা বাবা দাদা বা যাদের নামেই থাকুক না কেন তারা মারা যাওয়ার পরে অবশ্যই তা ওয়ারিশদের নামে নামজারী করে নিতে হবে।

বন্ধুরা আজকের পোস্টটি পড়ে আপনারা অবশ্যই অবগত হবেন যে বাপ দাদার সম্পত্তি অবশ্যই আমরা রক্ষ নাবে ক্ষন করে রাখবো। যাহাতে আমাদের জমা-জমি নিয়ে কোন সমস্যা না হয়।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Comments

Sort byBest