স্বরচিত কবিতা - ভালোবাসার পরিবর্তন

ayrinbd -

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।


image source

ভালোবাসার মধ্যে পরিবর্তনটা কিন্তু অস্বাভাবিক কোন কিছুই না, প্রতিটা ভালোবাসার মধ্যে, প্রতিটা সংসার, প্রতিটা সম্পর্কের মধ্যে ,একটু একটু পরিবর্তন ঘটে । তবে সেই পরিবর্তন যদি হয় একেবারেই বিচ্ছেদের কারণ! এটা তাহলে কেউই কোনো ভাবেই মেনে নিতে পারবে না। কারণ ভালোবাসায় যখন পরিবর্তন ঘটে তখন দুই পক্ষে একসাথেই পরিবর্তন ঘটে না, যেকোনো একদিকের মানুষের পরিবর্তন ঘটে। আর সেই পরিবর্তন অপর ব্যক্তি কোনোভাবেই মেনে নিতে পারে না, সে চাই তার সঙ্গী তার কাছে ঠিক তেমন ভাবেই থাকুক যেমনভাবে শুরু থেকেই ছিল।

শুরু থেকে যেমন মানুষটাকে দেখে সে ভালোবেসেছিল, কিন্তু ভাগ্য সবসময় একরকম হয় না , হাজার চেষ্টার পরে কেউ হয়ত আগের জায়গায় ফিরে যেতে পারে আবার কেউ হয়তো এতটাই বিগড়ে যেতে পারে যে সম্পর্কের বিচ্ছেদ ঘটে যায়। আর সেই সম্পর্কের বিচ্ছেদ নিতে না পেরেই দিনের পর দিন একটু একটু করে জ্বলে পুড়ে নিঃশেষ হতে থাকে ভালোবাসা নামের সম্পর্ক টা।

বাহির থেকে মনটা যতই কঠিন হোক না কেন ভেতর থেকে একদমই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় থেকে যাই শুধু নিস্তব্ধতা। তাই ভালবাসার অবহেলা নয়, ভালোবাসা পরিবর্তন নয়, ভালোবাসার বিচ্ছেদ নয়,আবার জোর করেও ভালোবাসা নয়, ভালোবাসাকে শুধু ভালোবাসা দিয়েই আগলে রাখতে হয়। আর সেটা একমাত্র একজন ধৈর্যশীল ভালোবাসার সত্যিকারের প্রেমিক এই পারবে। আর এই সকল বিষয়বস্তু নিয়ে আমার লেখা কবিতার কিছু লাইন। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ভালোবাসার পরিবর্তন

জীবনের পথের শুরুর দিকেই
তোমার সাথে আমার দেখা,
আজ কবিতার প্রতিটি লাইন অন্তর ছোয়া
আবেগপ্রবণ তোমায় নিয়ে লেখা।

মনে আছে তোমার ?? সে বৃষ্টিস্নাত দিনে
হাজার মানুষের ভিড়ে তুমি
আমায় নিয়েছিলে চিনে।
আজ লিখছি আমি তোমায় ভেবে কবিতা
এই বর্ষা আর বৃষ্টিস্নাত দিনে।

তোমার ভালোবাসায় মুগ্ধ ছিলাম আমি
ভেবেছিলাম পেয়েছি জীবনের সুখ,
কিন্তু আমার ভাবনা ছিল জ্ঞানহীন অকেজো
আজ সবকিছু হারিয়ে আমি নির্বোধ ।

লিখে দিলাম মনের কথা গুলো
শুনে রাখো ওগো জীবনসঙ্গী আমার,
আজ পুরে ছাই করে উড়িয়ে দিয়েছি
সকল স্মৃতি তোমার।

ভেবোনা মনে করে তোমায়,
চোখের জলে বুক ভাসায় আমি,
এখন থেকে আমার সব কষ্ট যাতনা
জানবে শুধু আমার মন অন্তর্যামী ।

এখন বুক ভরা কষ্ট নিয়ে
চলছি আমি একা,
অতিশীঘ্রই পাব বুঝি মানবের বন্ধু
আমার মৃত্যুর দেখা ।

আজ সকল আশা-প্রত্যাশা পুড়ে তছনছ
করে দিয়েছি যা ছিল তোমায় ঘিরে ,
দুঃখ ভরা ভাঙ্গা মন নিয়ে
একটু একটু করে সময় গুনছি একলা একটা নীড়ে।

সমাপ্ত


VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy




Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Join Heroism Discord Server for more Details