গাছের ঢালে দোলছে আমার বাংলা ব্লগ !! @shy-fox 10% beneficiary

ayrinbd -
গাছের ঢালে দোলছে আমার বাংলা ব্লগ

অঙ্কনের মাধ্যমে আজকে আমি সুন্দর একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের দৃশ্যটি এমন একটি দৃশ্য যেখানে দেখা যাচ্ছে একটি সুন্দর গাছ বিভিন্ন কালারের ফুল ফুটে আছে ও চারদিকে ঢাল গুলো ছড়িয়ে আছে। আর সবচেয়ে মজার ব্যপার হলো সেই গাছের ঢালে আমার বাংলা ব্লগ মনের আনন্দে দোলনার মতো করে দোলছে। সত্যি বলতে এভাবে দৃশ্যটি অঙ্কন করবো সেটা ভেবে শুরু করিনি। আমার ভাবনা ছিল একটি গাছের ঢাল আঁকবো ও সেই গাছের ঢালের সাথে যুক্ত করবো অনেক রকম কালারিং ফুল ও সবুজ লতাপাতা। একটা প্রাকৃতিক দৃশ্যের সুন্দর একটি অঙ্কন।

কিন্তু এক পর্যায়ে মাথায় এমন কিছু আসলো যখন আমি ঢাল ও ফুল গুলো অঙ্কন করা শেষ করলাম তখন আমার বাংলা ব্লগ লেখাটি লিখে দোলনার মতো করে ঝুলিয়ে দিলাম। দেখতে বেশ ভালোই লাগলো আমার কাছে। আর এভাবেই চেষ্টা করেছি সুন্দর ভাবে আপনাদের সাথে উপস্থাপন করার। আপনারাও আপনাদের মতো করে সুন্দর কিছু অঙ্কনের মাধ্যমে নিজেদের প্রতিভা আমাদের সাথে শেয়ার করতে পারেন।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রঙ দিয়ে গাছের ঢালে দোলছে আমার বাংলা ব্লগ দৃশ্য অঙ্কন করেছি। এই দৃশ্য অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্ট টি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রঙ দিয়ে গাছের ঢালে দোলছে আমার বাংলা ব্লগ দৃশ্য অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - ওয়াটার পেন্সিল, জল রঙ, রঙ তুলি ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।

ধাপ-1.

ধাপ-2.

ধাপ-3.

ধাপ-4.

ধাপ-5.

ধাপ-6.

ধাপ-7.

ধাপ-8.

ধাপ-9.

ধাপ-10.

ধাপ-11.

ধাপ-12.

ধাপ-13.

ধাপ-14.

ফাইনাল ধাপ

আপনাদের কাছে আমার আজকের জল রঙ ও ওয়াটার পেন্সিল দিয়ে গাছের ঢালে দোলছে আমার বাংলা ব্লগ দৃশ্য অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।






আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে


>>>>> এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য <<<<<

__
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_