সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
সারাদিন যতই খাবার-দাবার খাওয়া হোক না কেন সন্ধ্যায় সকল মানুষই একটু হালকা নাস্তা করে থাকে।আর সেই নাস্তায় যদি পছন্দের খাবার গুলো থাকে তাহলে তো কোনো কথাই নেই।ভীষণই মজা করে সেই খাবার গুলো খাওয়া হয়ে থাকে।সেদিন খেয়েছিলাম কিছু মুখরোচক খাবার।সেগুলোর মধ্যে ছিল আলুর চপ,জিলাপি মোগলাই পরোটা,রোল ইত্যাদি।
এই খাবার গুলো আমার ভীষণই পছন্দের।এই খাবারগুলো খেতে আমার পিছনে ভালো লাগে।মাঝে মধ্যেই আমি জাতীয় খাবার গুলো খেয়ে থাকি।বিকালের নাস্তা সকলে একসাথে বসে যখন খাবার খাওয়া হয় তখন খুবই ভালো লাগে।বন্ধু বান্ধবীরা মিলে যখন গল্প আড্ডা দেওয়া হয় তখনও এই রকম হালকা নাস্তা করতেই বেশি ভালো লাগে।
এই নাস্তা গুলো দেখতে যেমন সুন্দর দেখায়,খেতেও ভীষনই ভালো হয়ে থাকে।এই জাতীয় নাস্তা গুলো খুব সহজে বাড়িতেই তৈরি করা যায়।বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই নাস্তা গুলো তৈরি করা হয়ে থাকে।আর বাড়িতে তৈরি করলে,সেই নাস্তা গুলোর স্বাদও ভীষণ ভালো হয়ে থাকে।আমরা সব সময় দোকান থেকে কিনে নিয়ে এসে খেয়ে থাকি।
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
আমরা চাইলে বাড়িতে তৈরি করেও খেতে পারি।সন্ধ্যায় চা এর সাথে যে কোন একটি নাস্তা তৈরি করে আমরা খেতে পারি।আমি তো বাড়িতেই এই নাস্তা গুলো সব সময় তৈরি করে খেয়ে থাকি।খাবার গুলো আমার তৈরি করতে ভীষণই ভালো লাগে।বিকালের নাস্তায় বাড়ির সকলকে এই জাতীয় নাস্তা গুলো তৈরি করে খাওয়ালে সবাই ভীষণ খুশি হয়ে থাকে।